রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও ডিবি পুলিশের যৌথ বিশেষ অভিযানে বিভিন্ন অভিযোগে মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় পরিচালিত এ অভিযানে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার, অবৈধ অস্ত্রধারণ ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে ১ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া বিভিন্ন মামলার অভিযোগে আরও ১১ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ৫ জন এবং অন্যান্য মামলার ৬ জন রয়েছেন।
বিশেষ অভিযানে গ্রেপ্তার হওয়া মূল আসামির পরিচয় জানা গেছে। তিনি হলেন— মো. শাহনিয়াজ খান শাফিন বিশাল (২২), রাজশাহী জেলার বাগমারা থানার তাহেরপুর (ভাবনপুর) এলাকার বাসিন্দা এবং মো. বাবুল খানের ছেলে। তিনি ছাত্রলীগ কর্মী হিসেবে পরিচিত।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

