ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিককে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃত ব্যক্তি আব্দুল হান্নানকে রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর পল্টন মডেল থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, গত ১২ ডিসেম্বর ওসমান হাদিকে যে মোটরসাইকেল থেকে গুলি করা হয়, সেটির মালিক সন্দেহে আব্দুল হান্নান নামের এক ব্যক্তিকে আটক করে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মোটরসাইকেলটির মালিক বলে স্বীকার করেছেন।
গ্রেপ্তার আব্দুল হান্নান রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকার বাসিন্দা। তার স্থায়ী ঠিকানা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামে। তার বাবা মো. আবুল কাশেম ও মা মোসা. ফুরকোন। পেশায় তিনি একজন শ্রমিক।
পুলিশ বলছে, ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলটির প্রকৃত মালিক হওয়ায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গুলির ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতা থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখার জন্য এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে তাকে পল্টন মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে, হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তবে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার হওয়া ওই দুই ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি বর্তমানে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার পর থেকে সারাদেশে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে।

