২৯ ডিসেম্বর ২০২৫, সোমবার, ১২:৪১:৪১ পূর্বাহ্ন
ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ, সার্জারি চলছে
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ১২-১২-২০২৫
ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ, সার্জারি চলছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আজ (শুক্রবার) দুপুরে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট রোড এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, হাদি যখন রিকশায় যাচ্ছিলেন, তখন হেলমেট পরা দুর্বৃত্তরা মোটরসাইকেল থেকে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাটি জুমার নামাজের পর ঘটেছে।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান নিশ্চিত করেছেন যে, হাদির মাথার ভেতরে গুলি রয়েছে এবং তিনি বর্তমানে অপারেশন থিয়েটারে সার্জারি চলছে।

চিকিৎসকদের বরাতে বলা হচ্ছে হাদির অবস্থা অত্যন্ত গুরুতর ও সংকটাপন্ন, এবং তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে

শেয়ার করুন