প্রয়াত বলিউড কিংবদন্তি ধর্মেন্দ্র বেঁচে থাকলে ৮ ডিসেম্বর উদযাপন করতেন তার ৯০তম জন্মদিন। তাঁর প্রয়াণের পর এটি ছিল প্রথম জন্মদিন—আর সেই উপলক্ষে ‘বিগ বস ১৯’-এর সমাপনী মঞ্চে স্মৃতিচারণ করতে গিয়ে আবেগে ভেসে উঠলেন সঞ্চালক সালমান খান।
দীর্ঘদিনের সহকর্মী ধর্মেন্দ্রর সঙ্গে কাটানো নানা আনন্দময় মুহূর্ত প্রতিযোগীদের সঙ্গে শেয়ার করেন সালমান। তিনি জানান, ধর্মেন্দ্রর মৃত্যু তাঁর নিজের পরিবারের সঙ্গেও অনন্য এক আবেগের মিল রেখে গেছে।
সালমান বলেন—
‘সবচেয়ে বড় ব্যাপার হলো, তিনি ২৪ নভেম্বর মারা গেছেন—যে দিনটি আমার বাবার জন্মদিন। আর ধর্মেন্দ্রজির জন্মদিন ৮ ডিসেম্বর—সেদিন আমার মায়ের জন্মদিনও। এই অবস্থায় আমার মন যদি এতটা ভারী হয়, তাহলে সানি ও পরিবারের ওপর কী মানসিক চাপ গেছে, তা ভাবুন।’
ধর্মেন্দ্রর পরিবারের সদস্যরা সীমিত পরিসরে, নীরবে তাঁর শেষকৃত্য সম্পন্ন করায় বহু ভক্ত হতাশ হয়েছিলেন। শেষবারের মতো প্রিয় নায়ককে দেখতে না পারার কষ্টও প্রকাশ করেছিলেন তারা।
তবে সালমান খান সেই সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে বলেন, পরিবারের মানসিক অবস্থা বিবেচনায় এটি ছিল যথাযথ পদক্ষেপ। পরিবারের সম্মান বজায় রেখে অভিনেতার শেষ যাত্রা সম্পন্ন করতেই তারা নীরবতার পথ বেছে নিয়েছেন।
ধর্মেন্দ্রর প্রয়াণের পর তাঁর পরিবার যে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, তা স্মরণ করিয়ে দিয়ে সালমান বলেন—এই মুহূর্তে তাদের প্রতি বোঝাপড়া ও সহানুভূতি দেখানোই সবচেয়ে জরুরি।

