১৭ ডিসেম্বর ২০২৫, বুধবার, ০৯:৫৪:০২ অপরাহ্ন
ডিএমপির ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে রদবদল
  • আপডেট করা হয়েছে : ০৮-১২-২০২৫
ডিএমপির ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে রদবদল

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার দুজন ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার দুজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।


গতকাল রবিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত পৃথক দুটি আদেশে এই পদায়ন করা হয়।


পদায়নকৃতদের মধ্যে ডিএমপি হেডকোয়ার্টার্সের ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আবু  সাইমকে উপ-পুলিশ কমিশনার ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগ ও উপ-পুলিশ কমিশনার মো. রেজাউল করিমকে উপ-পুলিশ কমিশনার গোয়েন্দা-রমনা বিভাগ হিসেবে পদায়ন করা হয়েছে।


অন্যদিকে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার পারভেজ রানা পিপিএমকে সহকারী পুলিশ কমিশনার উত্তরা বিভাগের (প্যাট্রল-উত্তরা পশ্চিম) ও সহকারী পুলিশ কমিশনার মির্জা মো. সাইজুদ্দিনকে সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-মোহাম্মদপুর জোন) হিসেবে পদায়ন করা হয়েছে।


শেয়ার করুন