২০২২ কাতার বিশ্বকাপ থেকে হতাশা নিয়ে ফিরেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়েছিল পর্তুগাল। সেই কাতারেই তিন বছর পর বাজিমাত করেছে পর্তুগাল অনূর্ধ্ব-১৭ দল। প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা জিতেছে পর্তুগালের যুবারা।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে দোহার খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রিয়াকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পর্তুগাল। বিশ্বকাপ জয়ের পরপরই পর্তুগাল অনূর্ধ্ব-১৭ ফুটবল দলকে অভিনন্দন জানিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। খেলোয়াড়দের গ্রাফিকস করা ছবির নিচে লেখেন, ‘জায়ান্টস! অভিনন্দন, বিশ্বচ্যাম্পিয়নরা!’
ফাইনালে ম্যাচের ৩২ মিনিটে পর্তুগাল অনূর্ধ্ব-১৭ দলের হয়ে গোল করেন বেনফিকার সেন্টার ফরোয়ার্ড আনিসিও কাবরাল। টুর্নামেন্টে এটি ছিল তার সপ্তম গোল। অন্যদিকে, গোল্ডেন বুটজয়ী অস্ট্রিয়ার জোহানেস মোজের করেছেন ৮ গোল। শেষ পর্যন্ত আনিসিওর গোলে ভর করেই শিরোপা নিজেদের করে নেয় পর্তুগাল।
বল দখলে ও আক্রমণে এগিয়ে ছিল পর্তুগাল। ৫৮ শতাংশ বল ছিল তাদের পায়ে। ১০টি শটের মধ্যে ৩ বার ছিল লক্ষ্যে। অস্ট্রিয়া ৪২ শতাংশ বল দখলে রেখে ৮টি শট নেয়, যার ৫টি লক্ষ্যে ছিল। ফাউলের ছড়াছড়ি ছিল পুরো ম্যাচে। দুই দল মিলে করেছে ৪৩টি ফাউল।

