১৯ নভেম্বর ২০২৫, বুধবার, ০২:৩৫:১৯ অপরাহ্ন
পুশ ইনের শিকার সখিনা বেগমের জামিন হলো না কেন?
  • আপডেট করা হয়েছে : ১৯-১১-২০২৫
পুশ ইনের শিকার সখিনা বেগমের জামিন হলো না কেন?

ভারত থেকে পুশ ইনের শিকার সখিনা বেগমের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। গত সোমবার জামিন শুনানির জন্য তাকে আনা হয় ঢাকা মহানগরের মুখ্য হাকিম আদালতে। ১৫ মিনিট শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করেন। 


শুনানি শেষে তাকে নিয়ে যাওয়ার সময় প্রতিবেদক তার অবস্থা জানতে চাইলে তিনি জানান, ভালো আছেন।


কোনো সমস্যা নেই বলে জানান তিনি। কিন্তু তাকে একটু হতবিহবল দেখা যায়। 

শুনানি শেষে সখিনা বেগমের আইনজীবী শরীফুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে অভিযোগ হল তিনি ভিসা, পাসপোর্ট ছাড়া বাংলাদেশে অবস্থান করছেন। ভিসা, পাসপোর্ট ছাড়া অবস্থান করার শাস্তি এক বছরের কারাদণ্ড এবং ১ হাজার টাকা জরিমানা।


এটা জামিনযোগ্য সেকশন। বিজ্ঞ আদালতের যুক্তি হচ্ছে, আসামি ভারত থেকে এসেছেন এবং তিনি ভারতের নাগরিক, জামিন পেয়ে তিনি ভারতে চলে গেলে তাহলে ট্রায়াল প্রসিডিউর কী হবে, এটা আদালত জানতে চেয়েছেন।

সখিনা বেগমের আরেক আইনজীবী রহমাতুল্যাহ সিদ্দিক বলেন, উনি তো বয়স্ক, অর্থাৎ বার্ধক্যজনিত যে জটিলতা হাঁপানি, শ্বাসকষ্ট তারপর উনি কথাই বলতে পারেন না, এছাড়া তিনি অনেক দুর্বল। বিজ্ঞ আদালত জেল বিধি অনুযায়ী তাকে চিকিৎসা করার নির্দেশ দিয়েছেন।


সখিনা বেগমকে সাড়ে পাঁচ মাস আগে ভারতের আসামে তার বাড়ি থেকে ধরে নিয়ে যায় আসাম পুলিশ। এরপর তাকে হস্তান্তর করা হয় দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে, তখন থেকেই পরিবার তার খোঁজ পাচ্ছিল না। গত সেপ্টেম্বরে সখিনা বেগমকে বাংলাদেশের ঢাকার মিরপুরে খুঁজে পাওয়া যায়। ৬৮ বছরের এই বৃদ্ধা তখন জানিয়েছিলেন ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাকে সীমান্তের এপারে বাংলাদেশে ঠেলে পাঠায়। এ নিয়ে সংবাদ প্রকাশের পর তাকে হেফাজতে নিয়ে আদালতে পাঠায় পুলিশ।


আদালত তাকে গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারে পাঠান। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।


শেয়ার করুন