ভালোবেসে জাহির ইকবালকে বিয়ে করেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। ভিন্ন ধর্মে বিয়ে করায় গত দেড় বছর ধরেই কটাক্ষের মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে। বারবারই প্রশ্ন উঠেছে, অভিনেত্রী কি বিয়ের পর ধর্ম পরিবর্তন করেছেন? সেই ইঙ্গিত দিয়ে কী জানালেন তার স্বামী জাহির?
সম্প্রতি আবু ধাবির পর্যটন বিভাগের আমন্ত্রণে দেশটিতে গিয়েছলেন সোনাক্ষী। অভিনেত্রী নিজের ইউটিউব চ্যানেলে জানান, তিনি কখনো মসজিদের ভিতরে যাননি।
আবু ধাবিতে পৌঁছে প্রথমে যাবেন শেখ জায়েদ মসজিদে।
সোনাক্ষীর কথায়, ‘আমি মন্দিরে, গির্জায় গিয়েছি বহুবার। কিন্তু মসজিদের ভেতরে যাইনি। ভীষণ উত্তেজিত লাগছিল।
’
যখন সোনাক্ষী তার উচ্ছ্বাস প্রকাশ করছেন, সেই সময় অভিনেত্রীর স্বামী স্বাভাবিক ছন্দে বলে ওঠেন, ‘আমি কিন্তু ধর্ম পরিবর্তন করাতে নিয়ে যাচ্ছি না!’ স্বামীর কথা শুনে হেসে গড়িয়ে পড়েন নায়িকা।
অভিনেত্রী একাধিকবার জানিয়েছেন, ধর্ম কখনো তাদের সম্পর্কে অন্তরায় হয়ে দাঁড়ায়নি। তিনি যেমন ঈদ পালনে স্বামীকে সঙ্গ দেন, তেমনই জাহির সোনাক্ষীর সঙ্গে পূজা করেন। তাই কখনো ধর্ম পরিবর্তনের কথা মাথায় আসেনি।
বরং তারা একে অপরের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল।

