০৯ নভেম্বর ২০২৫, রবিবার, ০৬:৪৪:১৩ অপরাহ্ন
বিচারের রায় ঘনিয়ে আসায় উন্মাদ হয়ে এখন নতুন ‘থিওরি’: উপদেষ্টা ফারুকী
  • আপডেট করা হয়েছে : ০৯-১১-২০২৫
বিচারের রায় ঘনিয়ে আসায় উন্মাদ হয়ে এখন নতুন ‘থিওরি’: উপদেষ্টা ফারুকী

ছাত্র-জনতার অভ্যুত্থান ঘিরে চালানো হত্যাকাণ্ডসহ নানা অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার যত এগিয়ে আসছে ততই নতুন ‘থিওরি’ আনা হচ্ছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।


অভ্যুত্থানের সময় শেখ হাসিনার দেওয়া নির্দেশনার একটি অডিও ক্লিপ সম্প্রতি প্রচার হয় বিবিসিতে, ওই অডিও শেয়ার করে শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ মন্তব্য করেন উপদেষ্টা।


মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, বিচারের রায় ঘনিয়ে আসার পর উন্মাদ হয়ে এখন নতুন থিওরি নিয়া আসছে, ‘আমি মারতে বলি নাই, পুলিশ মারছে’।


কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও দলটির নেতাদের উদ্দেশে উপদেষ্টা লেখেন, বাংলাদেশের মানুষকে কি ডিমেনশিয়া আক্রান্ত মনে হয় ওদের?


ছাত্র–জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ। ওইদিনই দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট গঠিত হয় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। 


অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর শেখ হাসিনাসহ তার দলের নেতা–কর্মীদের বিরুদ্ধে বিচার চলছে আদালতে। শিগগিরই শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার কথা রয়েছে। 


শেয়ার করুন