আগামী বছরের মার্চে মুখোমুখি হওয়ার কথা ছিল দুই মহাদেশের দুই চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং স্পেনের। তবে লিওনেল মেসি আর লামিনে ইয়ামালের মধ্যকার প্রতীক্ষিত সেই ফিনালিসিমা ম্যাচ ঘিরে দেখা দিয়েছে নতুন অনিশ্চয়তা।
মূলত কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ও ইউরোপীয় চ্যাম্পিয়ন দলের মধ্যে এই মর্যাদাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়। এবার সেটি হওয়ার কথা দোহার লুসাইল স্টেডিয়ামে। প্রথমে ম্যাচটির তারিখ নির্ধারিত ছিল ২০২৬ সালের ২৮ মার্চ। এখন সেটি এক দিন এগিয়ে এনে ২৭ মার্চ আয়োজন করার কথা ভাবছে ফিফা। তবে এই সামান্য তারিখ পরিবর্তনের আড়ালে লুকিয়ে আছে বড় সমস্যা।
স্পেনের বিশ্বকাপ বাছাই অভিযানের ভবিষ্যৎই এখন ফিনালিসিমা ভাগ্য নির্ধারণ করবে। ইউরোপীয় বাছাইপর্বের গ্রুপ-ই-তে শীর্ষে আছে স্পেন। এখনো জর্জিয়া ও তুরস্কের বিপক্ষে ম্যাচ বাকি তাদের। নভেম্বরের এই দুই ম্যাচের মধ্যে যে কোনো একটিতে জয় পেলেই সরাসরি ২০২৬ বিশ্বকাপে জায়গা পাবে তারা; কিন্তু যদি কোনোভাবে তারা দ্বিতীয় হয়, তাহলে পড়তে হবে প্লে-অফে। যেটি অনুষ্ঠিত হবে মার্চেই, ঠিক ফিনালিসিমার তারিখে।
অর্থাৎ, স্পেন যদি সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করতে না পারে, তাহলে আর্জেন্টিনার বিপক্ষে এই ম্যাচ স্থগিত বা বাতিলও হতে পারে। যা ফিফার জন্য বড় ধাক্কা হবে। কারণ ফিনালিসিমা এখন কনফেডারেশন কাপের উত্তরসূরি এবং বিশ্বকাপের আগমুহূর্তে দুই মহাদেশের চ্যাম্পিয়নদের মুখোমুখি হওয়ার একমাত্র আয়োজন।

