২৩ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ০৯:৫০:৩৯ পূর্বাহ্ন
ফরিদপুর ২ ও ৩ আসনে বিএনপির হয়ে লড়বেন শামা-নায়াব
  • আপডেট করা হয়েছে : ০৪-১১-২০২৫
ফরিদপুর ২ ও ৩ আসনে বিএনপির হয়ে লড়বেন শামা-নায়াব

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর চারটি সংসদীয় আসনের মধ্যে তিনটি আসনে দলীয় মনোনয়ন ঘোষণা করেছে জাতীয়তাবাদী দল বিএনপি। এর মধ্যে ফরিদপুর-১ (মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা) সংসদীয় আসনে দলীয় মনোনয়ন ঘোষণা করেনি দলটি। ৪টি আসনের মধ্যে দুইটি আসন সামলাবেন কেন্দ্রীয় বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত বীর মুক্তিযোদ্ধা কে এম ওবায়দুর রহমানের কন্যা শামা ওবায়েদ ইসলাম রিংকু (ফরিদপুর-২) এবং বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান প্রয়াত মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের কন্যা চৌধুরী নায়াব ইউসুফ (ফরিদপুর-৩)।


গতকাল সোমবার (নভেম্বর) সন্ধ্যার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারা দেশে ৩০০ আসনের মধ্যে ২৩৭টি আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের নাম ঘোষণা করেন।


মনোনয়ন ঘোষণার পর থেকে তিনটি আসনের কর্মী সমর্থকরা উল্লাসে মেতে ওঠে। 


 

তবে ২৩৭টি আসনের মধ্যে ১০টি আসনে ১০ জন নারী প্রার্থী নির্বাচনে লড়বেন বলে জানা গেছে। এ ১০ জনের মধ্যে ফরিদপুর জেলায়ই দুইজন নারী প্রার্থী দুইটি আসনে প্রতিদ্ব করবেন। 


দলীয় সূত্রে জানা গেছে, ফরিদপুর জেলার ৪টি সংসদীয় আসনের মধ্যে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা), ফরিদপুর-৩ (সদর) ও ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের প্রার্থীদের নাম সারা দেশের ন্যায় ঘোষণা করা হয়েছে।


এ ৪টি আসনের মধ্যে ফরিদপুর-১ আসনে কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামসহ একাধিক প্রার্থী থাকলেও দলটি কারো নাম দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেননি। তবে যেকোনো সময় দলের পক্ষ থেকে বাকি আসনগুলোতে যেকোনো সিদ্ধান্ত আসতে পারে।

চারটি আসনের মধ্যে ফরিদপুর-২ আসনে (নগরকান্দা, সালথা ও ভাঙ্গা উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়ন) বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত বীর মুক্তিযোদ্ধা কে এম ওবায়দুর রহমানের কন্যা শামা ওবায়েদ ইসলাম রিংকুর নাম ঘোষণা করা হয়েছে। শামা ওবায়েদ ইসলাম কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর অঞ্চল) হিসেবে দায়িত্ব পালন করছেন।


তবে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে নাম ঘোষণার পরপরই নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল করতে নিষেধ করেন দলীয় মনোনীত ধানের শীষ প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু। 

এ ছাড়া জেলার ফরিদপুর-৩ (সদর) আসনটিকে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে ধরা হয়। এই আসনে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষের প্রার্থী হিসেবে কেন্দ্রীয় বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান প্রয়াত মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের কন্যা চৌধুরী নায়াব ইউসুফের নাম ঘোষণা করা হয়েছে। নায়াব জাতীয়তাবাদী কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।


নায়াব ইউসুফের বাবা প্রয়াত চৌধুরী কামাল ইবনে ইউসুফ ফরিদপুর-৩ আসন থেকে ৫ বারের নির্বাচিত সংসদ সদস্য।


তিনি বিএনপি সরকারের আমলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তার দাদা প্রয়াত চৌধুরী ইউসুফ আলী (মোহন মিয়া) ছিলেন এই অঞ্চলের কিংবদন্তি ব্যক্তিত্ব। তিনি যুক্তফ্রন্টের প্রাদেশিক মন্ত্রী এবং একজন প্রখ্যাত সমাজসেবক ছিলেন।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা উল্লেখ করে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, ‘দলের সবাইকে নিয়ে এক হয়ে কাজ করতে বলেছেন, একতাই হলো আমাদের সব সমস্যার সমাধান। এই নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে। আমরা যখন সবাই এক থাকব, তখন যেকোনো অপশক্তি প্রতিহত করতে পারব।’


তিনি আরো বলেন, ‘বিএনপি একটি বড় দল। দল আমাকে যাছাই-বাছাই করে মনোনয়ন দিয়েছেন, আশা করি এটা আমি রক্ষা করতে পারব। কারণ আমি জনগণের সঙ্গেই আছি। আমরা যদি সবাই এক থাকি, তাহলে আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। আমার বাবা ও এলাকাবাসীর স্বপ্ন পূরণে আমি সর্বদা কাজ করে যাব ইনশাআল্লাহ।’


এক প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম সর্বপ্রথম মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের স্থায়ী কমিটির রীতি নির্ধারকদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন। এ সময় তিনি জানান, দীর্ঘ ১৬ বছর পরে তার দল এবং দেশের মানুষের বহু কষ্ট এবং ত্যাগের বিনিময়ে দেশটা আজ নির্বাচনমুখী হয়েছে। তিনি সেই ত্যাগের একজন অংশীদার। তিনি নির্বাচিত হলে তার বাবা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত ওবায়দুর রহমানের অসমাপ্ত কাজ সম্পূর্ণ করতে নিজেকে বিলিয়ে দেবেন।


এদিকে, জেলার ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) সংসদীয় আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম বাবুল। তিনি জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের এলাকার সন্তান হলেও ছাত্র থাকাকালীন সময়ে কেন্দ্রীয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ও বর্তমানে কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।


শেয়ার করুন