চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড উপজেলা) আসনে বিএনপির প্রার্থী তালিকায় নাম না থাকায় ক্ষোভে ফুঁসে উঠেছেন দলটির আলোচিত নেতা আসলাম চৌধুরীর অনুসারীরা। সোমবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
এসময় টায়ারে আগুন জ্বালিয়ে সড়কে যান চলাচল বন্ধ করে দেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। ফলে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
জানা গেছে, চট্টগ্রাম-৪ আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করা হয়েছে কাজী সালাউদ্দিনকে। এ ঘোষণার পরপরই আসলাম চৌধুরীর অনুসারীরা ক্ষোভ প্রকাশ করেন। তারা সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবর রহমান ঢাকা পোস্টকে বলেন, কদমরসুলসহ কয়েকটি স্থানে বিক্ষোভ চলছে। আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি।
স্থানীয় বিএনপির একাধিক সূত্র জানায়, আসলাম চৌধুরী দীর্ঘদিন ধরে সীতাকুণ্ড আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে আসছিলেন। সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ১০ জন প্রার্থীর নাম ঘোষণা করেন। বাকি ৬টি আসনের প্রার্থীদের নাম পরে জানানো হবে বলে তিনি জানান।
ঘোষণা অনুযায়ী– চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে প্রার্থী হয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন চেয়ারম্যান। চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে মনোনয়ন পেয়েছেন সরওয়ার আলমগীর, যিনি উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক। চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে কাজী সালাউদ্দিন, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে কেন্দ্রীয় কমিটির সদস্য ও প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী এবং চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ মনোনয়ন পেয়েছেন।
চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে নাম ঘোষণার পর প্রার্থিতা স্থগিত করা হয়েছে, চট্টগ্রাম-১০ (খুলশী-পাহাড়তলী) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে মনোনয়ন পেয়েছেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম এবং চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম।
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ), চট্টগ্রাম-৬ (রাউজান), চট্টগ্রাম-১১ (বন্দর–পতেঙ্গা), চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক), চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) ও চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়নি।

