০২ নভেম্বর ২০২৫, রবিবার, ১২:৩৪:০৯ পূর্বাহ্ন
এমপিওভুক্ত শিক্ষকদের শিক্ষা ভবনমুখী ভুখা মিছিলে পুলিশের বাধা
  • আপডেট করা হয়েছে : ১৯-১০-২০২৫
এমপিওভুক্ত শিক্ষকদের শিক্ষা ভবনমুখী ভুখা মিছিলে পুলিশের বাধা

৩ দফা দাবিতে আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শিক্ষা ভবন অভিমুখী ভুখা মিছিল আটকে দিয়েছে পুলিশ


রবিবার (১৯ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ভুখা মিছিল শুরু হয়। মিছিলটি শিক্ষা ভবনের কাছে আসতেই পুলিশ শিক্ষক-কর্মচারীদের বাধা দেয়। এ সময় তারা ‘সি আর আবরার, আর নয় দরকার’, ‘রাজপথে কে রাজপথে কে, শিক্ষক শিক্ষক’, ‘ছাত্র-শিক্ষক-জনতা, গড়ে তোলো একতা’, ‘সারা বাংলার শিক্ষক, এক হও লড়াই করো’ প্রভৃতি স্লোগান দেন।


যে তিন দাবিতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা আন্দোলন করছেন, সে তিনটি দাবি হলো—মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, ১ হাজার ৫০০ টাকা মেডিক্যাল ভাতা ও কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করা।


এদিকে শিক্ষা মন্ত্রণালয়কে বাড়িভাড়া ভাতা ৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) বাড়ানোর বিষয়ে দেওয়া অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।


শেয়ার করুন