১৬ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ১১:৪৮:২৪ অপরাহ্ন
রাজশাহী বোর্ডে পাসের হার ৫৯ দশমিক ৪০ শতাংশ
  • আপডেট করা হয়েছে : ১৬-১০-২০২৫
রাজশাহী বোর্ডে পাসের হার ৫৯ দশমিক ৪০ শতাংশ

এইচএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ডে এ বছর বোর্ডের ৫৯ দশমিক ৪০ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। গতবছর অর্থাৎ ২০২৪ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ডের ২৪ হাজার ৯০২ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। সে বছর বোর্ডের ৮১ দশমিক ২৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছিলেন। পাসের হার কমেছে/বেড়েছে । কমেছে/ বেড়েছে জিপিএ-৫।


বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সকাল ১০টায় এইচএসসির ফল দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে প্রকাশ করা হয়।


জানা গেছে, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ২৬ জুন, যা শেষ হওয়ার কথা ছিল ১৩ আগস্ট। কিন্তু কয়েকটি বিষয়ের পরীক্ষা স্থগিত করে ফের সূচি প্রকাশ করে পরীক্ষা নেওয়ায় তা শেষ হয় ১৯ আগস্ট। এরপর ২১ থেকে ৩১ আগস্ট অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা।


এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছেলে ও ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। সারা দেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এ পরীক্ষা হয়।


শেয়ার করুন