১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ০৮:২৯:১৭ অপরাহ্ন
সালমান রুশদির পাশে থাকার ঘোষণা ফরাসি প্রেসিডেন্টের
  • আপডেট করা হয়েছে : ১৩-০৮-২০২২
সালমান রুশদির পাশে থাকার ঘোষণা ফরাসি প্রেসিডেন্টের

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত বিখ্যাত ঔপন্যাসিক সালমান রুশদির অবস্থা আশঙ্কাজনক। নিউইয়র্কের একটি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন তিনি। এই লেখকের পাশে থাকার ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। 

শুক্রবার এক টুইটার পোস্টে তিনি এ কথা জানান। খবর এএফপির।

ম্যাক্রোঁ টুইটে জানান, ৩৩ বছর ধরে সালমান রুশদি স্বাধীনতা এবং অস্পষ্টতার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন। তার যুদ্ধ আমাদের, এটি সর্বজনীন। 

তিনি আরও বলেন, অন্য যেকোনো সময়ের তুলনায় আমরা তার পাশে আছি।

উল্লেখ্য, ৮০’র দশকে বিতর্কিত উপন্যাস ‘স্যাটানিক ভার্সেস’র জন্য মুসলিম বিশ্বে তীব্র সমালোচনার মুখে পড়েন রুশদি। এমনকি, তাকে হত্যার জন্য ফতোয়া ও ৩ মিলিয়ন ডলার পুরস্কারও ঘোষণা করেছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনি।

শেয়ার করুন