১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ০৯:৫৮:২৮ অপরাহ্ন
মেসিহীন আর্জেন্টিনার দাপুটে জয়
  • আপডেট করা হয়েছে : ১১-১০-২০২৫
মেসিহীন আর্জেন্টিনার দাপুটে জয়

মায়ামিতে অনুষ্ঠিত এক প্রীতি ম্যাচে লিওনেল মেসি ছাড়াই জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শুক্রবার হার্ড রক স্টেডিয়ামে ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারিয়েছে লিওনেল স্কালোনির দল।


ম্যাচের ৩১তম মিনিটে দলের হয়ে একমাত্র গোলটি করেন মিডফিল্ডার জিওভানি লো সেলসো। হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজের দারুণ সমন্বয়ে তৈরি হওয়া সুযোগটি লো সেলসোর বাঁ পায়ের নিখুঁত শটে পরাস্ত হন ভেনেজুয়েলা গোলরক্ষক হোসে কনত্রেরাস।


ইন্টার মায়ামির তারকা মেসি গ্যালারি থেকে সতীর্থদের পারফরম্যান্স উপভোগ করেন। তার অনুপস্থিতিতেও ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণে রাখে আর্জেন্টিনা। পুরো ম্যাচজুড়ে ভেনেজুয়েলাকে খুব একটা সুযোগই দেয়নি দলটি।


৬৫ হাজার দর্শক ধারণক্ষমতার হার্ড রক স্টেডিয়ামে উপস্থিত ছিলেন মাত্র ১৫ হাজার দর্শক।


তবে উপস্থিত সমর্থকরা উপভোগ করেছেন আর্জেন্টিনার দারুণ ছন্দে খেলা এক ম্যাচ।

ডানপাশে নাহুয়েল মোলিনার দাপট, সামনে আলভারেজ ও মার্টিনেজের ধারাবাহিক হুমকিতে বারবার বিপদে পড়েছে ভেনেজুয়েলা। দ্বিতীয়ার্ধে কয়েকটি সুযোগ পেলেও ব্যবধান বাড়াতে পারেনি স্কালোনির শিষ্যরা।


ফ্লোরিডা সফরে এটি ছিল আর্জেন্টিনার প্রথম ম্যাচ।


আগামী মঙ্গলবার ফোর্ট লডারডেলে পুয়ের্তো রিকোর বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচ খেলবে তারা। এই ম্যাচটি মূলত নির্ধারিত ছিল শিকাগোর সোলজার ফিল্ডে, কিন্তু যুক্তরাষ্ট্র সরকারের সাম্প্রতিক অভিবাসন সংক্রান্ত নীতির কারণে সেটি স্থানান্তর করা হয়েছে।


শেয়ার করুন