জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার জন্য নিউ ইয়র্কে থাকা পাকিস্তানের প্রধানমন্ত্রী একজন ভারতীয় সাংবাদিকের প্রশ্নের কঠোর জবাব দিয়েছেন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ওই সাংবাদিক সীমান্ত সন্ত্রাসবাদ নিয়ে প্রশ্ন করেন।
জিও নিউজ জানিয়েছে, জাতিসংঘে ভাষণ দেওয়ার জন্য পৌঁছানোর পর শেহবাজ শরীফকে সাংবাদিক জিজ্ঞাসা করেন, 'প্রধানমন্ত্রী, সীমান্ত সন্ত্রাসবাদের অবসান কখন ঘটাবেন?'
জবাবে দৃঢ় ভাষায় শেহবাজকে বলতে শোনা যায়, 'আমরা (পাকিস্তান) সীমান্ত সন্ত্রাসবাদে তোমাকে (ভারত) পরাজিত করছি।'
পহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের মাটিতে হামলা শুরু করার পর এই বছরের মে মাস থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে রয়েছে। নয়াদিল্লি এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে আসছে।
সম্প্রতি এশিয়া কাপের সময় ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব তার পাকিস্তানি প্রতিপক্ষ সালমান আলী আগার সঙ্গে দুইবার করমর্দন করতে অস্বীকৃতি জানালে ক্রিকেট মাঠেও উত্তেজনা দেখা দেয়।
জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণে শেহবাজ শরিফ বলেন, 'আমার দেশ আমাদের পূর্বাঞ্চল থেকে বিনা উস্কানিতে আগ্রাসনের মুখোমুখি হয়েছিল। শত্রুরা অহংকারে ঢাকা পড়ে এখানে এসেছিল; আমরা তাদের অপমানিত অবস্থায় ফিরিয়ে দিয়েছিলাম।'
তিনি আরও বলেন, 'পাকিস্তান সকল প্রকার সন্ত্রাসবাদের নিন্দা করে। দুই দশকেরও বেশি সময় ধরে পাকিস্তান বিশ্বব্যাপী সন্ত্রাসবাদবিরোধী প্রচেষ্টার সামনের সারিতে রয়েছে।'