মেহেরপুরের গাংনীর উপজেলার মটমুড়া ইউনিয়নের চরগোয়াল গ্রামে দুটি বোমা উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে ওই গ্রামের ক্লাব বাজার সংলগ্ন একটি মুদি দোকানের সামনে থেকে বোমা দুটি উদ্ধার করা হয়।
বোমা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পের দায়িত্বরত এসআই কামরুজ্জামান। মাস খানেক আগেও ওই গ্রামের একটি দোকানের সামনে থেকে বোমা উদ্ধার করা হয় বলে জানা গেছে।
থানা পুলিশ জানায়, চরগোয়াল গ্রামের ক্লাব বাজারের রহিদুল সুপার মার্কেটের কামরুজ্জামান লিপুর মুদি দোকানের সামনে ঝাড়ু দিতে গেলে তার স্ত্রী লাল রংয়ের দুটি বোমা দেখতে পান। বিষয়টি আমাদের জানানোর পর আমরা ঘটনাস্থলে গিয়ে বোমা দুটি পানি ভর্তি বালতিতে রাখি।
গাংনী থানার ওসি বানী ইসরাইল বলেন, ‘চরগোয়াল গ্রামের দোকানের সামনে বোমা পাওয়ার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। ইতিমধ্যে বোমা দুটি পানিতে রাখা হয়েছে।