রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচন কমিশন সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, কমিশনাররা নিরাপদে আছেন এবং নির্বাচন সম্পর্কিত সিদ্ধান্ত ঘোষণা করতে শিক্ষার্থী বা গণমাধ্যমের সামনে উপস্থিত হওয়ার প্রয়োজন হয়নি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদল সভাপতির দেওয়া বক্তব্য— “একটি সংগঠনের হামলা ঠেকাতে নির্বাচন কমিশনাররা ছাত্রদলকে ডেকেছেন”— সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। কমিশনাররা স্পষ্ট করে জানান, এ ধরনের কোনো যোগাযোগ তারা করেননি এবং উক্ত বক্তব্য একান্তই ছাত্রদল সভাপতির নিজস্ব দাবি।
এ ছাড়া রাকসু নির্বাচন কমিশন অফিসে হামলার গুজবকেও কমিশন নিন্দা ও প্রতিবাদ জানায়। সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য, সহিষ্ণুতা ও পরমত সহিষ্ণুতা প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন:
প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. এফ নজরুল ইসলাম, নির্বাচন কমিশনার প্রফেসর ড. মো. নিজাম উদ্দীন, প্রফেসর ড. মোহাম্মদ আবদুল হান্নান, প্রফেসর ড. মোস্তফা কামাল আকন্দ, প্রফেসর ড. মো. আমিনুল হক, প্রফেসর ড. মোহা. এনামুল হক ও প্রফেসর ড. হক পারভেজ আজহারুল।