২২ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ১২:৪৩:১৫ অপরাহ্ন
রেমিট্যান্সে ঊর্ধ্বগতি, রিজার্ভে স্বস্তি— চাপমুক্ত বৈদেশিক লেনদেন
  • আপডেট করা হয়েছে : ২২-০৯-২০২৫
রেমিট্যান্সে ঊর্ধ্বগতি, রিজার্ভে স্বস্তি— চাপমুক্ত বৈদেশিক লেনদেন

প্রবাসীদের পাঠানো আয়ের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তির বার্তা বয়ে এনেছে। চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২০ দিনে দেশে এসেছে ১৯০ কোটি ৩০ লাখ ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ হাজার ১৬৯ কোটি টাকা (প্রতি ডলার ১২১.৭৫ টাকা ধরে)।


রবিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংক এ তথ্য প্রকাশ করেছে।


বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি অর্থবছরের দুই মাস ২০ দিনে প্রবাসী আয় আগের বছরের একই সময়ের তুলনায় এক বিলিয়ন ডলারেরও বেশি বেড়েছে।


গত বছরের আগস্ট থেকে এই ঊর্ধ্বমুখী ধারা শুরু হয় এবং তা এখনও অব্যাহত রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, প্রবাসী আয়ের এই প্রবাহ দেশের বৈদেশিক লেনদেন ব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলছে। ব্যাংকগুলো রেমিট্যান্স থেকে নিজেদের বৈদেশিক মুদ্রার চাহিদা পূরণ করে অতিরিক্ত ডলার বাংলাদেশ ব্যাংকে বিক্রি করছে, ফলে দেশের রিজার্ভ বাড়ছে। সর্বশেষ তথ্যমতে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।


এই রিজার্ভ বৃদ্ধি দেশের আমদানি ব্যয় পরিশোধ ও আন্তর্জাতিক বাণিজ্যে স্থিতিশীলতা রক্ষায় সহায়ক ভূমিকা রাখছে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। এতে করে দেশের সামগ্রিক অর্থনীতি বিশেষ করে বৈদেশিক লেনদেন ব্যবস্থাপনায় এক ধরণের স্বস্তি ফিরেছে।


শেয়ার করুন