২১ সেপ্টেম্বর ২০২৫, রবিবার, ০৩:৫৮:৩৫ পূর্বাহ্ন
কুমিল্লায় কুকুর লেলিয়ে যুবককে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ৩
  • আপডেট করা হয়েছে : ২০-০৯-২০২৫
কুমিল্লায় কুকুর লেলিয়ে যুবককে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ৩

কুমিল্লার বুড়িচংয়ে চোর সন্দেহে জয় চন্দ্র সরকার (৩০) নামে এক যুবককে আটকের পর কুকুর লেলিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।


কুমিল্লা র‍্যাব-১১, সিপিসি-২-এর কম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম এ তথ্য নিশ্চিত করেছেন। 


গ্রেপ্তাররা হলেন— মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আরিয়াল গ্রামের জুলহাসের ছেলে মো. শান্ত ইসলাম (২৮), একই জেলার সদরের মুরমা এলাকার মৃত সিরাজ উদ্দিন শেখের ছেলে মো. আল আমিন লিপু (৩৬) ও কুমিল্লার বুড়িচং উপজেলার কাটাজাঙ্গাল এলাকার ফারুক হাওলাদারের ছেলে সজিব হাওলাদার (২৬)।


 

ভুক্তভোগী জয় চন্দ্র সরকার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শীতলপুর গ্রামের বিষ্ণু সরকারের ছেলে। 



 

এর আগে গতকাল দুপুরে জেলার বুড়িচং উপজেলার দেবপুর সাকুরা স্টিল মিলে জয় চন্দ্র সরকারকে চুরির দায়ে আটক করা হয়। এরপর দুইটি বিদেশি কুকুর লেলিয়ে দিয়ে নির্যাতন করা হয়। পরে বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নির্যাতনের একটি ভিডিও ফুটেজ ভাইরাল হলে বিষয়টি আইন-শৃঙ্খলা বাহিনীর নজরে আসে।

কম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বলেন, শুক্রবার দুপুরের পর থেকে বুড়িচং উপজেলার দেবপুর সাকুরা স্টিল মিলে জয় চন্দ্র সরকারকে চুরির দায়ে আটকের পর দুইটি বিদেশি কুকুর দিয়ে তার ওপর নির্যাতন চালানো হয়। পরে বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ফুটেজ ভাইরাল হলে আইন-শৃঙ্খলা বাহিনীর নজরে আসে। এরপর অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। আইনানুগ ব্যবস্থা শেষে গ্রেপ্তারদের বুড়িচং থানায় হস্তান্ত করা হবে বলে তিনি জানান।


এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, এ ঘটনায় ভুক্তভোগী জয় চন্দ্র সরকার বাদী হয়ে গতকাল রাতে তিনজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। র‍্যাবের কাছ থেকে আসামি বুঝে পাওয়ার পর কুমিল্লা আদালতে তাদের তোলা হবে।


শেয়ার করুন