গাজীপুরে স্কয়ারের ওষুধ কারখানায় আগুন
                        
                            
                        
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কাঁঠালিয়া এলাকায় অবস্থিত স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানার ভেতরে একটি ইউনিটের নতুন ভবনে আগুন লেগেছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।
সোমবার (২৩ মে) দুপুর সোয়া ১২টার দিকে কারখানার লার্জ ভলিউম প্যারেন্টাল ইউনিটে আগুনের সূত্রপাত বলে নিশ্চিত করেছেন কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইফুল ইসলাম।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে আগুনের ব্যাপকতার কারণে মির্জাপুর, সাভার ইপিজেডের আরও পাঁচটি ইউনিট যোগ দেয়।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

