১২ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ১২:৪৮:১৭ পূর্বাহ্ন
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ
  • আপডেট করা হয়েছে : ১১-০৯-২০২৫
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিন ইউয়েন নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে শ্রমিকরা মহানগরীর দিঘিরচালা এলাকায় মহাসড়ক অবরোধ শুরু করেন।


বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, আগস্ট মাসের বকেয়া বেতন গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর) দেওয়ার কথা ছিল। মালিকপক্ষ বেতন পরিশোধ না করায়, কারখানার দেড় থেকে দুই শ শ্রমিক ক্ষুব্ধ হয়ে সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।


আজকের মধ্যে তাদের পাওনা বকেয়া বেতন পরিশোধ করা না হলে তারা মহাসড়ক ছাড়বেন না বলেও ঘোষণা দেন। অবরোধের ফলে মহাসড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। 


 

এ বিষয়ে পোশাক কারখানাটির কর্মকর্তাদের কাছে জানতে চাইলে তারা কেউ বক্তব্য দিতে রাজি হননি।


গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ওসি শাহিন খান বলেন, ‘ঘটনাস্থলে থানা ও শিল্প পুলিশ রয়েছে।


শ্রমিকদের বুঝিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।’


শেয়ার করুন