০৪ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ০১:২১:২৬ পূর্বাহ্ন
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ০৩-০৯-২০২৫
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আজ এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার বেলা ১২টায় নগরীর বিমান চত্ত্বর এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় পরিবেশ রক্ষার লক্ষ্যে প্রায় ৫০০টি গাছের চারা বিতরণ করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহীন শওকত। তিনি বলেন, “খরা মৌসুমে রাজশাহীসহ দেশের বিভিন্ন এলাকা প্রায় মরুভূমিতে পরিণত হয়। এতে তীব্র গরম ও পানির সংকট সৃষ্টি হয়। এ থেকে মুক্তি পেতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারা দেশে ১ কোটি গাছ লাগানোর নির্দেশনা দিয়েছেন।”


তিনি আরও বলেন, “প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতেই এই উদ্যোগ।”


বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, বোয়ালিয়া পূর্ব থানা বিএনপির সভাপতি আসরাফুল ইসলাম নিপু, বোয়ালিয়া পশ্চিম থানা সভাপতি শামসুল আলম মিলু, রাজপাড়া থানা সভাপতি মিজানুর রহমান মিজান এবং মহানগর বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান শরীফসহ অন্যান্য নেতৃবৃন্দ।


অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা স্থানীয় জনগণের মাঝে চারা বিতরণ করেন এবং সবাইকে গাছ লাগাতে উৎসাহিত করেন।

শেয়ার করুন