০২ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, ১১:০৫:০৪ অপরাহ্ন
আফগানিস্তানে এত বিধ্বংসী ভূমিকম্প কেন হয়?
  • আপডেট করা হয়েছে : ০২-০৯-২০২৫
আফগানিস্তানে এত বিধ্বংসী ভূমিকম্প কেন হয়?

আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তের কাছে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।  এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশের নোরগাল জেলা।  ভূমিকম্পে দেশটিতে ৮০০ জনেরও বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। 


তবে আফগানিস্তানে এরকম ভয়াবহ ভূমিকম্পের ঘটনা এবারই প্রথম নয়।  ভূমিকম্প-প্রবণ দেশটিতে প্রায়শই এমন প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটে।  কারণ, এটি কয়েকটি ফল্ট লাইনের উপরে অবস্থিত যেখানে ভারতীয় এবং ইউরেশিয়ান টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়। 


এর আগে ২০২৩ সালে পশ্চিম আফগানিস্তানে হেরাত শহরের কাছে ৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।  এতে কমপক্ষে ১৪০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়। 


তার আগের বছর পূর্ব আফগানিস্তানে ৫.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।  যার ফলে কমপক্ষে ১০০০ মানুষ মারা যায় এবং আরও ৩০০০ জন আহত হন।





যদিও সেই ভূমিকম্পটি মাঝারি মাত্রার ছিল।  তবে এটি এত ধ্বংসাত্মক হওয়ার কারণ এটি অগভীর ছিল- ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরে ঘটেছিল।


রোববারের ভূমিকম্পের গভীরতাও আরও অগভীর ছিল, ৮ কিলোমিটার (৫ মাইল)।  এতে ৮০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে। 


প্রাকৃতিক এ দুর্যোগে প্রত্যন্ত গ্রামে বসবাসকারীরা বিশেষভাবে ঝুঁকিপূর্ণ কারণ কাঠ, মাটির ইট বা দুর্বল কংক্রিট দিয়ে নির্মিত সেখানকার ঘরবাড়ি ভূমিকম্প প্রতিরোধী হয় না।


আফগানিস্তানের পাহাড়ি অঞ্চলে ভূমিকম্পের ফলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। আর ভূমিধসের কারণে উদ্ধারকর্মীদের ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছানোই কঠিন হয়ে পড়ে।


শেয়ার করুন