০১ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ০৭:৪৮:৫৭ অপরাহ্ন
‘কুইন’ হয়ে ফিরছেন কঙ্গনা
  • আপডেট করা হয়েছে : ০১-০৯-২০২৫
‘কুইন’ হয়ে ফিরছেন কঙ্গনা

২০১৩ সালে মুক্তি পেয়েছিল বিকাশ বেহেলের কমেডি-ড্রামা ‘কুইন’। দর্শকমহলে দারুণ জনপ্রিয়তা পায় ছবিটি। আর নাম ভূমিকায় অভিনয়ের সুবাদে ‘কুইন’ হিসেবে পরিচিতি পান কঙ্গনা রানাওয়াত। এক যুগ পর পর্দায় ফিরছে কুইন।


পিঙ্কভিলার রিপোর্ট অনুসারে, নভেম্বরেই শুরু হবে ‘কুইন ২’-এর শুটিং। সূত্রের মতে, ‘নির্মাতা বিকাশ বেহেল চিত্রনাট্য চূড়ান্ত করেছেন। এখন যুক্তরাজ্যে চলছে শুটিং লোকেশন বাছাই। আগের কিস্তির মতো এবারও ভারত এবং ভিনদেশ মিলিয়ে হবে শুটিং।



 

আগের কিস্তিতে কঙ্গনার সঙ্গে ছিলেন রাজকুমার রাও, এবারও তিনি থাকবেন কি না, তা এখনো জানা যায়নি।


এদিকে ‘কুইন ২’-এর পর নিজের আরেকটি সফল ছবির সিক্যুয়েল শুরু করবেন কঙ্গনা। সেটি আনন্দ এল রাইয়ের ‘তনু ওয়েডস মনু’। ছবিটির দুটি কিস্তি এর আগে ব্যবসাসফল হয়েছে।


 এবার তৃতীয় অধ্যায়ের পালা। আগামী বছরের প্রথম দিকে হবে শুটিং। এবারও কঙ্গনার সঙ্গে থাকবেন আর. মাধবন।


শেয়ার করুন