৩১ অগাস্ট ২০২৫, রবিবার, ০৯:১৬:৫৮ অপরাহ্ন
‘জোবরাবাসী শুধু আমাদেরকে রামদা দিয়ে কোপাচ্ছে’
  • আপডেট করা হয়েছে : ৩১-০৮-২০২৫
‘জোবরাবাসী শুধু আমাদেরকে রামদা দিয়ে কোপাচ্ছে’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ চলছে। সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন, প্রক্টরসহ অনেক শিক্ষার্থী আহত হয়েছেন। আহত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্র ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজে চিকিৎসা দেওয়া হচ্ছে। 


জানা গেছে, শনিবার রাতে দেরিতে বাড়িতে ফেরায় এক ছাত্রীকে বাসার দারোয়ান কর্তৃক মারধরকে কেন্দ্র করে রাতেই সংঘর্ষে জড়ায় স্থানীয় ও শিক্ষার্থীরা।


যা চলে ভোরপর্যন্ত। 

এই সংঘর্ষের জের ধরে রবিবার সকালে ফের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এখন পর্যন্ত সংঘর্ষ চলছে। সংঘর্ষে অনেক শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী বলেন, জোবরাবাসী শুধু আমাদেরকে রামদা দিয়ে কোপাচ্ছে। অন্য কোনো কিছু দিয়ে কোপাচ্ছে না, শুধু রামদা দিয়ে কোপাচ্ছে। ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বাহিনীর থাকার কথা থাকলেও তারা উপস্থিত নেই। আমরা ক্যাম্পাসে এসেছি পড়ালেখা করতে, স্থানীয়দের সঙ্গে মারামারি করতে নয়।


কিন্তু যখন দেখছি আমার বন্ধু ছোট ভাইয়েরা মার খাচ্ছে তখন আমরা তো বসে থাকতে পারি না। আমাদের নিরাপত্তা দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ। 

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে রবিবারের সব পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরীক্ষার বিষয়ে পরে সিদ্ধান্ত জানানো হবে।


শেয়ার করুন