২৫ অগাস্ট ২০২৫, সোমবার, ০১:১৬:০৭ পূর্বাহ্ন
রিজওয়ানের অধিনায়কত্ব নিয়ে ‘কড়া বার্তা’ পিসিবি চেয়ারম্যানের
  • আপডেট করা হয়েছে : ২৪-০৮-২০২৫
রিজওয়ানের অধিনায়কত্ব নিয়ে ‘কড়া বার্তা’ পিসিবি চেয়ারম্যানের

পাকিস্তান ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের ওয়ানডে অধিনায়ক হিসেবে ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। শনিবার (২৩ আগস্ট) এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, রিজওয়ানের অধিনায়কত্ব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নির্বাচকরা।


২০২৪ সালের অক্টোবরে বাবর আজমের স্থলাভিষিক্ত হয়ে ওয়ানডে দলের নেতৃত্ব পান রিজওয়ান। দুর্দান্ত সূচনায় তার নেতৃত্বে পাকিস্তান অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ের পাশাপাশি টানা তিনটি দ্বিপাক্ষিক সিরিজ জেতে।


তবে এরপর থেকেই ধস নামে পারফরম্যান্সে। ঘরের মাঠে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় পাকিস্তান।

পরবর্তীতে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সফরেও তিন ম্যাচের দুটি ওয়ানডে সিরিজে পরাজিত হয় দল। একের পর এক ব্যর্থতায় রিজওয়ানের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠতেই শুরু করে ক্রিকেট মহল।


এ বিষয়ে নকভি বলেন, ‘নির্বাচকরাই সিদ্ধান্ত নেবেন। প্রধান কোচ মাইক হেসন ওয়েস্ট ইন্ডিজ সফরের পর তার রিপোর্ট জমা দিয়েছেন। আমরা সেটি পর্যালোচনা করছি এবং পারস্পরিক আলোচনার পর যা সিদ্ধান্ত হবে, সেটিই জানানো হবে।’


এ সময় তিনি আরো জানান, সম্প্রতি ঘোষিত কেন্দ্রীয় চুক্তিতে ‘ক্যাটাগরি এ’ না থাকার বিষয়টিও সরাসরি পারফরম্যান্সের সঙ্গে যুক্ত।


তার ভাষায়, ‘এটি সম্পূর্ণ পারফরম্যান্সের ভিত্তিতেই নির্ধারণ করা হয়েছে।’


শেয়ার করুন