১৯ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ০২:১৮:৩৬ পূর্বাহ্ন
সাবেক ৪ এমপিসহ ২৬৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
  • আপডেট করা হয়েছে : ১৮-০৮-২০২৫
সাবেক ৪ এমপিসহ ২৬৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

ফেনীর সাবেক চার সংসদ সদস্যসহ ২৬৪ জনের বিরুদ্ধে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আরো একটি হত্যাচেষ্টা মামলা হয়েছে। 


গতকাল রবিবার (১৭ আগস্ট) ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অপরাজিতা দাশের আদালতে মামলাটি করেন ব্যবসায়ী মো. জামাল উদ্দিন গাজী। আদালত এ বিষয়ে  সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।


আদালত সূত্র জানায়, মামলায় ফেনী ১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীকে প্রধান আসামি করা হয়েছে।


এ ছাড়া সাবেক সংসদ সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, আলা উদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, শিরীন আকতারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একাধিক নেতাদের আসামি করা হয়েছে।

অভিযোগে বলা হয়, বাদী জামাল উদ্দিন গাজী গত বছর ৪ আগস্ট ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র জনতার অবস্থান কর্মসূচিতে অংশ নেন। এ সময় অভিযুক্তরা আগ্নেয়াস্ত্র হাতে মিছিল নিয়ে গুলি চালাতে এগিয়ে আসেন। প্রাণ বাঁচাতে বাদী মহিপাল চৌধুরী বাড়ি সড়কের দিকে গেলে আসামি ও তাদের সহযোগীরা রাইফেল ও শটগান দিয়ে তাকে লক্ষ্য করে গুলি চালান।


এতে তার দুই পায়ে, দুই হাতে ও শরীরের বিভিন্ন স্থানে মোট ৯টি গুলিবিদ্ধ হয়।

গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে অভিযুক্তরা লাঠি, রড ও রাইফেলের বাট দিয়ে পিটিয়ে তাকে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেন। পরে বিভিন্ন প্রাইভেট হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন।


অস্ত্রোপচারের মাধ্যমে তার শরীর থেকে কয়েকটি বুলেট অপসারণ করা হয়েছে।

বাদী লিখিত অভিযোগে আরো উল্লেখ করেন, দীর্ঘদিন চিকিৎসাজনিত কারণে মামলা করতে দেরি হয়েছে। এ ছাড়া গত ২৬ জুন ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ মামলা নেয়নি। ফেনী মডেল থানার ওসি তাকে জানান, ওপর থেকে নির্দেশ আছে ৪ আগস্টের কোনো মামলা নেওয়া  যাবে না। এতে তিনি নিরুপায় হয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন।


মামলার বাদী জামাল উদ্দিন গাজী জানান, আমার শরীরে নয়টি গুলি লেগেছিল। এখনো একটি অস্ত্রোপচার বাকি রয়েছে। অসুস্থতার কারণে মামলার আবেদন করেও কোনো পদক্ষেপ না পাওয়ায় শেষ পর্যন্ত আদালতে মামলা করতে বাধ্য হয়েছি।


অন্যদিকে এ ব্যাপারে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামছুজ্জামান বলেন, মহিপালের ঘটনায় ইতিমধ্যে থানায় ২২টি মামলা হয়েছে। থানায় মামলা না নেওয়ার অভিযোগটি মিথ্যা। আসলে এমন কিছু হয়নি।


শেয়ার করুন