১৩ অগাস্ট ২০২৫, বুধবার, ১০:৩৩:২৭ অপরাহ্ন
রাজশাহীর ওয়াজেদ হত্যার দুই আসামী নাটোরে গ্রেফতার
  • আপডেট করা হয়েছে : ১৩-০৮-২০২৫
রাজশাহীর ওয়াজেদ হত্যার দুই আসামী নাটোরে গ্রেফতার

রাজশাহীর দুর্গাপুরে জামিনে আসা হত্যা মামলায় আসামী ওয়াজেদ আলীকে হত্যার ঘটনায় প্রধান দুই আসামীকে নাটোর থেকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে রাজশাহী র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে নাটোরের বনবেলঘড়িয়া বাইপাস এলাকা থেকে তাদের গ্রেফতার করে।


এরা হলো, রাজশাহীর দুর্গাপুর গ্রামের হোজা অনন্তকান্দি গ্রামের আবুল ফজলের ছেলে ওমর ফারুক (৪২) ও একই উপজেলার গোপালপুর গ্রামের আবদুল জলিলের ছেলে ফরহাদ কবীর (২৫)।


র‌্যাব জানায়, গত ১৪ মে উপজেলার অনন্তকান্দি গ্রামে মারামারির ঘটনায় হাসিবুর নামে এক ব্যক্তির মৃত্যু হয়। ওই ঘটনার পরের দিন দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা হয়। ওই মামলার আসামি ছিলেন ওয়াজেদ আলী। সম্প্রতি তিনি জামিনে মুক্ত হয়ে এলাকায় অবস্থান করছিলেন। তবে গত রবিবার (১০ আগস্ট) প্রতিপক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে লোহার রড, হাসুয়া ও রামদা দিয়ে হামলা চালায়। এতে ওয়াজেদ আলীর মৃত্যু হয়।

এ ঘটনায় দুর্গাপুর থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনায় জড়িত আসামীদেরকে গ্রেফতারে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।


এরই অংশ হিসেবে হত্যাকান্ডের প্রধান আসামী ওমর ফারুক ও ফরহাদ কবিরকে গ্রেফতার করা হয়। পরে তদের দূর্গাপুর থানায় হস্তান্তর করা হয়। প্রসঙ্গত, এ ঘটনায় আগেরদিন (মঙ্গলবার) দুর্গাপুর থানা পুলিশ আরো চারজনকে গ্রেফতার করেছে।


শেয়ার করুন