১৩ অগাস্ট ২০২৫, বুধবার, ০৩:০৭:০২ পূর্বাহ্ন
‌‘দুই মিনিটেই বুঝে যাব চুক্তি সম্ভব কি না’ — পুতিনের সঙ্গে বৈঠক নিয়ে ট্রাম্প
  • আপডেট করা হয়েছে : ১২-০৮-২০২৫
‌‘দুই মিনিটেই বুঝে যাব চুক্তি সম্ভব কি না’ — পুতিনের সঙ্গে বৈঠক নিয়ে ট্রাম্প

আগামী শুক্রবার আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠকের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বৈঠকের প্রথম দুই মিনিটেই তিনি বুঝে যাবেন চুক্তি সম্ভব কি না। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে স্বাভাবিক বাণিজ্যের সম্ভাবনা নিয়েও আশাবাদ ব্যক্ত করেছেন।


মঙ্গলবার (১২ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এনডিটিভি।


সোমবার হোয়াইট হাউসে ব্রিফিংয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, তিনি কি এমন সময় দেখতে পাচ্ছেন যখন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে স্বাভাবিক বাণিজ্য হতে পারে। জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমি দেখি। রাশিয়ার একটি খুব মূল্যবান ভূখণ্ড আছে। যদি ভ্লাদিমির পুতিন যুদ্ধের বদলে ব্যবসার দিকে মনোযোগ দিতেন… এটা এক যোদ্ধা জাতি, তারা অনেক যুদ্ধ করে। একজন বন্ধু বলেছিলেন, রাশিয়া শক্ত কারণ তারা বারবার যুদ্ধ করে।’


তিনি যোগ করেন, ‘আমরা পুতিনের সঙ্গে বৈঠক করব। আর সেই বৈঠকের শেষে—সম্ভবত প্রথম দুই মিনিটের মধ্যেই—আমি ঠিক বুঝে যাব চুক্তি হবে কি না।’



ট্রাম্প জানান, তিনি যুদ্ধবিরতি দেখতে চান এবং উভয় পক্ষের জন্য সর্বোত্তম চুক্তি কামনা করেন। তিনি রাশিয়ার অর্থনৈতিক দুরবস্থার জন্য চলমান সংঘাত ও যুক্তরাষ্ট্রের আরোপিত ৫০ শতাংশ তেলের শুল্ককে দায়ী করেন। ‘এটি বড় ধাক্কা ছিল,’ বলেন তিনি।


ট্রাম্প দাবি করেন, তিনি আরও কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত ছিলেন, তবে পুতিনের ফোন পেয়েছেন। ‘তারা দেখা করতে চায়, আর আমি দেখতে চাই তারা কী নিয়ে কথা বলতে চায়।’


এই বৈঠককে ‘বড় ব্যাপার’ বলে আখ্যা দিয়ে ট্রাম্প জানান, তিনি ইউরোপীয় নেতাদের সঙ্গে কথা বলবেন। তাদের অনেকেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ক্লান্ত এবং নিজেদের দেশে বিনিয়োগে ফিরে যেতে চান। 




ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্প বলেন, ‘এই যুদ্ধ হত না যদি আমি প্রেসিডেন্ট হতাম। এটি জো বাইডেনের যুদ্ধ, আমার নয়।’ তিনি পুতিনকে যুদ্ধ শেষ করতে বলবেন এবং পরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানান।


ট্রাম্প বলেন, তিনি প্রথমে পুতিনের সঙ্গে বৈঠকে সম্ভাব্য শান্তিচুক্তির কাঠামো আলোচনা করবেন এবং যদি চুক্তি ন্যায্য হয়, তবে তা ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো ও প্রেসিডেন্ট জেলেনস্কিকে জানাবেন। ‘সম্মানের খাতিরে আমি প্রথমে জেলেনস্কিকে ফোন করব,’ যোগ করেন তিনি।


শেয়ার করুন