জুলাই বিপ্লবের একবছর উপলক্ষে শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারী বীরদের স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
বুধবার (৩০ জুলাই) বিকাল ৪টায় রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে এই আয়োজন করা হয়।
রাজশাহী মহানগরী জামায়াতের সেক্রেটারী শাহিনা খাতুনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য শাহানারা বেগম।
আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনটির নায়েবে আমীর এ্যাডভাকেট আবু মোহাম্মদ সেলিম এবং ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর।উক্ত আলোচনা সভায় এ্যাডভকেট আবু মোহাম্মদ সেলিম জণশক্তির মাঝে পরিচয় করিয়ে দেন রাজশাহী ২ আসনের মনোনিত প্রার্থী ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীরকে। এ সময় তিনি সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামিয়া কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সাবরিনা শারমিন বনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আয়েশা হাসিন ও মোস্তাজিয়া বানু। সভাটি সঞ্চালনায় ছিলেন জাসিয়া ইসলাম ও মুর্শিদা খানম।
অনুষ্ঠানে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নারী সদস্য ও নেতাকর্মীদের অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয়। আলোচনা সভায় সকল শহীদের রুহের মাগফিরাত এবং আহত ও পঙ্গুত্ববরণকারীদের সুস্বাস্থ্য কামনা করা হয়।
আয়োজনে ঐক্য, ভ্রাতৃত্ব ও ইসলামী আদর্শে উজ্জীবিত হয়ে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।