৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ০৭:৩৩:৫৮ অপরাহ্ন
ফের বিতর্কের কেন্দ্রে উপদেষ্টা আসিফ
  • আপডেট করা হয়েছে : ৩০-০৭-২০২৫
ফের বিতর্কের কেন্দ্রে উপদেষ্টা আসিফ



কুমিল্লার মুরাদনগর এলাকায় রাজনৈতিক প্রভাব বিস্তার, বিরোধী দলের নেতাকর্মীদের দমন এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ফের আলোচনায় এসেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অভিযোগ রয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে তিনি এবং তার পরিবার রাজনৈতিক মেরুকরণ ও বিরোধী শক্তিকে দমন করতে সক্রিয় হয়েছেন। তবে বিভিন্ন গণমাধ্যমে এসব খবর আসার পর বিষয়টি অস্বীকার করেছেন আসিফ মাহমুদ। তিনি বলেছেন, এলাকা থেকে তার এমপি হওয়ার কোনো খায়েশ নেই।


জানা গেছে, উপদেষ্টা আসিফের বাবা বিল্লাল হোসেন এলাকায় বলে বেড়ান তার ছেলে আগামী জাতীয় সংসদ নির্বাচন করবেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি। নির্বাচনকে সামনে রেখে এলাকায় বিভিন্ন কর্মকাণ্ড চালাচ্ছেন তার ছেলে। পতিত আওয়ামী লীগের নেতাদের সঙ্গে হাত মিলিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করেছেন বিল্লাল হোসেন।


উপদেষ্টা হওয়ার পর থেকেই এলাকায় সংসদ নির্বাচন করার স্বপ্ন দেখছিলেন আসিফ মাহমুদ। তাই আসিফের চাচাতো ভাই ওবায়দুল্লাহকে বানিয়েছেন মুরাদনগরের এনসিপির আহ্বায়ক। 

আসিফ মাহমুদের বাড়ি কুমিল্লার মুরাদনগরে। জাতীয় সংসদে নির্বাচনী এলাকা কুমিল্লা-৩।


এখানে প্রভাবশালী ও জনপ্রিয় নেতা বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। একসময় তিনি প্রতিমন্ত্রী ছিলেন। ১৯৮৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত এই এলাকায় সংসদ সদস্য হয়েছেন পাঁচবার।

আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, অন্য এলাকার টাকা কাটছাঁট করে নিজের এলাকায় বিলি করছেন সরকারি টাকা। তবে আসিফের এলাকায় নির্বাচনের বড় বাধা স্থানীয় বিএনপি।


তাই থানায় হামলার অভিযোগ এনে পুলিশকে দিয়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করিয়েছেন। এ মামলায় উচ্চ আদালত থেকে বিএনপির নেতাকর্মীরা জামিনও নিয়েছিলেন। তবে নির্ধারিত সময়ের পর নিম্ন আদালতে জামিন চাইতে গেলে সেখান থেকে আর তাদের জামিন মেলেনি। তাদের কোমরে দড়ি ও হাতে হাতকড়া পরিয়ে জেলে পাঠিয়েছে পুলিশ। এর নেপথ্যে ছিলেন আসিফ মাহমুদ। 

আসিফের বাবা এবং তার কর্মকাণ্ডে এলাকার মানুষ খেপেছে।  গতকাল মঙ্গলবার কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মুরাদনগর উপজেলার সর্বস্তরের ছাত্র-জনতা।


বিক্ষোভে শিক্ষার্থীরা জানান, উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেন মাস্টার নানা অপকর্মে জড়িত। তিনি মব সৃষ্টি করে মুরাদনগরের আকুবপুরে ট্রিপল মার্ডার ঘটনার পেছনে ইন্ধন দিয়েছেন। তার বাবার বিরুদ্ধে এক স্কুল শিক্ষিকাকে লাঞ্ছিত করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগও আছে।


শেয়ার করুন