গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে আলোচনায় হামাসের আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, গাজায় নতুন যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির বিষয়ে হামাস ‘আসলে কোনো সমঝোতায় পৌঁছাতে চায়নি’। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কাতারে চলমান আলোচনা থেকে তাদের আলোচক দল প্রত্যাহার করার পর ট্রাম্প এই মন্তব্য করেন।
যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফ বৃহস্পতিবার রাতে বলেন, সর্বশেষ প্রস্তাবের প্রতি হামাসের সাড়া ‘ইচ্ছার ঘাটতি’ প্রকাশ করে।
তিনি জানান, হামাসের হাতে আটক জিম্মিদের মুক্ত করতে ‘বিকল্প উপায়’ বিবেচনা করা হবে— একই বার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও।
ট্রাম্পের মন্তব্যে হামাসের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি। তবে এর আগে উইটকফের বক্তব্যকে ‘নেতিবাচক’ ও ‘অপ্রত্যাশিত’ বলে আখ্যা দিয়েছে তারা। হামাসের এক কর্মকর্তা জানান, তাদের জানানো হয়েছে ইসরায়েলি প্রতিনিধিদল আগামী সপ্তাহে দোহায় আলোচনায় ফিরছেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র, কাতার ও মিসরের মধ্যস্থতায় আলোচনায় অংশ নেওয়া সব পক্ষই স্বীকার করেছে—ইসরায়েলি বাহিনী গাজা থেকে সম্পূর্ণ প্রত্যাহার, মানবিক ত্রাণ সরবরাহ এবং স্থায়ী যুদ্ধবিরতির মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে এখনো বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে।
সূত্র: বিবিসি