২১ জুলাই ২০২৫, সোমবার, ০১:৩১:০৬ পূর্বাহ্ন
মোস্তাফিজ-তাসকিনের প্রশংসা করে যা বললেন পাকিস্তানের অধিনায়ক
  • আপডেট করা হয়েছে : ২০-০৭-২০২৫
মোস্তাফিজ-তাসকিনের প্রশংসা করে যা বললেন পাকিস্তানের অধিনায়ক

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে বাংলাদেশে এসেই হেরে গেল পাকিস্তান। রোববার মিরপুরে তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানদের গতির শিকার করে ১৯.৩ ওভারে ১১০ রানে অলআউট হয়ে ৭ উইকেটে হেরে যায় পাকিস্তান।


এদিন খেলা শেষে তাসকিন-মোস্তাফিজের বোলিংয়ের প্রশংসা করে নিজেদের ব্যাটিং শুধরে নেওয়ার পরিকল্পনার কথা জানান পাকিস্তানের অধিনায়ক আগা সালমান। 


তিনি বলেন, আমার মনে হয় বাংলাদেশি বোলাররা ভালো বোলিং করেছে। তবে পরের ম্যাচে আমরা আমাদের সেরা ব্যাটিং করার চেষ্টা করব। 


পাকিস্তানের অধিনায়ক বলেন, আরমা আজ যথেষ্ট রান করতে পারিনি। আমরা ভালো শুরু করেছি, কিন্তু সময়ের ব্যবধানে উইকেট পরে যাওয়ায় বড় স্কোর গড়া সম্ভব হয়নি। আমরা অবশ্যই এটি নিয়ে কথা বলব এবং পরের খেলায় আমাদের আরও ভালো হতে হবে।


মিরপুরের উইকেট নিয়ে আগা সালমান বলেন, আপনি বাংলাদেশে আসলে এই ধরণের পিচ পাবেন এটাই স্বাভাবিক। এর চেয়ে ভালো উইকেট পাবেন না। তাই আমরা এটি আশা করছিলাম। 


পাকিস্তানের অধিনায়ক বলেন, ব্যাটিংয়ে আমাদের স্ট্রাইকরেট আরও বাড়াতে হবে। আমরা বসে এটি নিয়ে কথা বলব। তবে আমাদের বোলাররা ভালো বোলিং করেছে, কারণ যখন আপনি ১১১ ডিফেন্স করছেন এবং আপনার কাছে খুব বেশি সময় নেই।


তিনি আরও বলেন, আমার মনে হয় বাংলাদেশ ভালো বোলিং করেছে, এবং পরের খেলায় আমাদের কেবল ব্যাটিং ভালো করতে হবে।


শেয়ার করুন