১৪ জুলাই ২০২৫, সোমবার, ১০:২২:০৩ অপরাহ্ন
পাবনা-ঢাকা মহাসড়কে দুই বাসের সংঘর্ষে আহত ১০
  • আপডেট করা হয়েছে : ১৪-০৭-২০২৫
পাবনা-ঢাকা মহাসড়কে দুই বাসের সংঘর্ষে আহত ১০

পাবনা-ঢাকা মহাসড়কে  দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহতের খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।


সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের চরচিনাখড়ায় ঢাকাগামী ‘পাবনা এক্সপ্রেস’ ও বরিশালগামী ‘অর্থি পরিবহনে’র মধ্যে মুখোমুখি এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই বাসের চালক, সহকারী ও যাত্রীসহ ১০ জন আহত হয়।


স্থানীয় বেলাল হোসেন বলেন, বিকট শব্দ পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে আসি। এখানে অর্থি পরিবহনের চালককে আমরা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠাই। এছাড়াও এই বাসের ৬ জন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করি। পাবনা এক্সপ্রেসের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে অর্থি পরিবহনের বাসকে ধাক্কা দিলে এই দুর্ঘটনার সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।


এদিকে দুই বাসের সংঘর্ষের পর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। সড়কের দুই পাশে আটকা পড়ে শত শত যানবাহন। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।


মাধপুর হাইওয়ে পুলিশের ওসি মোস্তাফিজার রহমান বলেন, মাধপুর হাইওয়ে পুলিশ ও কাশিনাথপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে থেকে বাস দুটি সরানোর জন্য কাজ করছে। এতে কয়েকজন আহত হয়েছে। তাদের উদ্ধার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।


শেয়ার করুন