১৪ জুলাই ২০২৫, সোমবার, ০৮:৪৮:২৯ অপরাহ্ন
সারাদেশে ভ্যাপসা গরম, বৃষ্টি বাড়ার সম্ভাবনা
  • আপডেট করা হয়েছে : ১৪-০৭-২০২৫
সারাদেশে ভ্যাপসা গরম, বৃষ্টি বাড়ার সম্ভাবনা

বৃষ্টি কমার পর গতকাল থেকে দেশের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহ বয়ে যায়। আবার বাতাসের আর্দ্রতাও ছিল অনেক বেশি। এ কারণে ভ্যাপসা গরম পড়েছে দেশজুড়ে।


সোমবার (১৪ জুলাই) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে। এছাড়া সংস্থাটি বলছে, পুরো সপ্তাহেই থেমে থেমে বৃষ্টি হতে পারে। তাতে তাপমাত্রা কিছুটা কমতে পারে।


আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রতিদিন দেশের ৫১টি স্টেশনের আবহাওয়া পরিস্থিতি তুলে ধরে। গত শনিবার এই ৫১টি স্টেশনের মধ্যে ২৮টিই ছিল বৃষ্টিশূন্য।


সাগরের লঘুচাপ এবং মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে চলতি মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়। চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় বৃষ্টি হয় অপেক্ষাকৃত বেশি।


এর মধ্যে ৮ জুলাই ৪৪০ মিলিমিটার বৃষ্টি হয় ফেনীতে। এ বৃষ্টি ছিল ওই অঞ্চলে এ বছরের সর্বোচ্চ। ভারী বৃষ্টির কারণে ফেনীতে বন্যার সৃষ্টি হয়। নোয়াখালীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।


ফেনীর বন্যা পরিস্থিতির এখন একটু উন্নতি হয়েছে। টানা প্রায় এক সপ্তাহ ধরে বৃষ্টির পর বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমে এসেছে।


আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, রাজশাহী, রংপুর, সিলেট বিভাগের প্রায় সর্বত্র এবং ময়মনসিংহ বিভাগের কয়েকটি জেলায় তাপপ্রবাহ বয়ে গেছে। এর মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় নীলফামারীর সৈয়দপুরে, ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে। তাতে কমতে পারে তাপপ্রবাহ।


আবহাওয়াবিদেরা বলছেন, বর্ষাকালের স্বাভাবিক নিয়ম অনুযায়ী এখন বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকছে অনেক বেশি। আবার বৃষ্টিও কম। এই দুইয়ে মিলে ভ্যাপসা গরম পড়ছে।


শেয়ার করুন