১৩ জুলাই ২০২৫, রবিবার, ০৫:৩৭:২৬ পূর্বাহ্ন
খড়খড়ি বাইপাস দৈনন্দিন বাজার কমিটি ব্যবস্থাপনার তালিকা প্রকাশ
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ১২-০৭-২০২৫
খড়খড়ি বাইপাস দৈনন্দিন বাজার কমিটি ব্যবস্থাপনার তালিকা প্রকাশ

খড়খড়ি বাজারের দৈনন্দিন পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও উন্নয়নসহ সকল কার্যাবলী তদারকির জন্য "খড়খড়ি বাইপাস দৈনন্দিন বাজার" কমিটির তালিকা প্রকাশ করেছে । বৃহস্পতিবার (১০ জুলাই) রাজশাহী খড়খড়ি বাইপাস চত্বরে বিশিষ্ট ব্যবসায়ী ও খড়খড়ি বাইপাসের প্রতিষ্ঠাতা ইয়াসিন আলীকে সভাপতি এবং শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে বেলা ৩টায় খড়খড়ি বাজার ব্যবস্থাপনা কমিটি গঠিত হয়। 


খড়খড়ি বাইপাস দৈনন্দিন বাজার কমিটির সহ-সভাপতি হলেন সোহেল রানা (হিটলার), আব্বাস উদ্দিন, রিয়াজুল ইসলাম এবং সহকারী সাধারণ সম্পাদক হলেন ইউনিয়ন মেম্বার সুজন আলী, লাল মোহাম্মদ, শফিকুল ইসলাম, আব্দুল ওহাব।


এছাড়া কমিটিতে কোষাধ্যক্ষ নুর ইসলাম এবং সহকারী কোষাধ্যক্ষ এনামুল হক রয়েছে। সাংগঠনিক সম্পাদক হয়েছে হুমায়ুন কবির এবং সহকারী সাংগঠনিক সম্পাদক স্বপন। প্রচার সম্পাদকে রিপন এবং সরকারি প্রচার সম্পাদকে মফিজুর ও আকাশ। দপ্তর সম্পাদক হয়েছে মনিরুল ইসলাম (মনি)।


খড়খড়ি বাইপাস দৈনন্দিন বাজার কমিটির তালিকায় সাধারণ সদস্য হিসেবে রয়েছে আনোয়ার ইসলাম, লোকমান আলী, বাক্কার, ওয়াজেদ, আনিসুর, শহিদুলসহ আরো অনেকেই।


খড়খড়ি বাইপাস দৈনন্দিন বাজার কমিটির সভাপতি ইয়াসিন আলী জানান, খড়খড়ি বাইপাসের সুষ্ঠু ব্যবস্থাপনা, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য মুলত এই কমিটি গঠিত হয়েছে। এছাড়া খড়খড়ির সকল ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ এবং একে অপরের সহযোগিতার জন্য কাজ করা হচ্ছে। খড়খড়ি বাইপাস প্রতিষ্ঠার পর দীর্ঘদিন থেকে সকল ব্যবসায়ীদের অধিকার প্রতিষ্ঠায় এবং ঐক্যবদ্ধ করতে কাজ করে আসছেন এবং ভবিষ্যতেও করবেন বলে জানান তিনি।

শেয়ার করুন