১২ জুলাই ২০২৫, শনিবার, ০৪:৪৭:০০ অপরাহ্ন
রাজশাহী নিউজ ২৪ সংবাদ প্রকাশের পর বাগমারার সেই প্রতারক সাজেদুর গ্রেফতার
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ১২-০৭-২০২৫
রাজশাহী নিউজ ২৪  সংবাদ প্রকাশের  পর বাগমারার সেই প্রতারক সাজেদুর গ্রেফতার

দীর্ঘদিন ধরে সুদখোর চক্রের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ও রাজশাহী নিউজ২৪ প্রতিবেদন প্রকাশের পর অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর জালে ধরা পড়েছে বাগমারার কথিত সুদ ব্যবসায়ী ও প্রতারক মোঃ সাজেদুর রহমান।


গত বৃহস্পতিবার (১০ জুলাই) মাঝরাতে তাকে গ্রেফতার করেছে রাজশাহী নগরীর রাজপাড়া থানা পুলিশ।


পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার  রাতে রাজশাহী নগরীর একটি এলাকায় অভিযান চালিয়ে সাজেদুরকে আটক করা হয়। তার বিরুদ্ধে বাগমারা থানায় একাধিক অভিযোগ দায়ের হয়েছে, যেখানে সাধারণ মানুষকে চড়া সুদে টাকা ধার দিয়ে পরে হুমকি, হয়রানি, মিথ্যা মামলা ও অপহরণ অভিযোগ রয়েছে।


প্রসঙ্গত, বাগমারা উপজেলার শিবদেবপাড়া গ্রামের মোঃ জাহাঙ্গীর আলম সম্প্রতি সাজেদুরসহ আরও কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।


অভিযোগে বলা হয়, সুদে টাকা নিয়ে পরে প্রায় ৯ লাখ ৩০ হাজার টাকা পরিশোধের পরও সাজেদুর তার স্বাক্ষরিত চেক ও স্ট্যাম্প ফেরত না দিয়ে বরং খুনের হুমকি দিতে থাকে। এছাড়া আরও অন্তত ১৫ জন ভুক্তভোগী প্রকাশ্যে এই চক্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তারপর থেকেই সাজেদুরের গ্রেফতার দাবীতে সংবাদ সম্মেলনসহ আরও বেশকয়েকটি অভিযোগ করা হয়। সংবাদ প্রকাশের পর সংবাদ মাধ্যমকে একাধিক আইনি নোটিশ পাঠান সেই প্রতারক সাজেদুর। পরবর্তীতে একাধিক অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেফতার করে।


এ বিষয়ে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল আলম জানান, সাজেদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগের তদন্ত চলছে।


শেয়ার করুন