আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-২ (মহানগরী) আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজশাহীর গুরুত্বপূর্ণ এ আসনে জামায়াতের মনোনয়ন পেয়েছেন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর।
বুধবার (৯ জুলাই) বিকালে দলীয়ভাবে তার মনোনয়নের কথা ঘোষণা দেওয়া হয়।
দলের পক্ষ থেকে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে ডা. জাহাঙ্গীরের মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, ডা. মোহাম্মদ জাহাঙ্গীর বর্তমানে রাজশাহী মহানগর জামায়াতের নায়েব আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি ও মহানগর জামায়াতের সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন। ডা. জাহাঙ্গীর পেশাগতভাবে একজন প্রতিষ্ঠিত চিকিৎসক এবং বর্তমানে রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত আছেন। এছাড়া রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ও হাসপাতালের একজন প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন।
রাজশাহী মহানগর জামায়াতের সাবেক প্রচার ও মিডিয়া সম্পাদক এবং বর্তমান ঢাকা দক্ষিণ মহানগরের প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন বলেন, ডা. জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে ইসলামী মূল্যবোধের রাজনীতি চর্চা করে আসছেন। চিকিৎসা পেশার পাশাপাশি তিনি সামাজিক সেবামূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। সাধারণ মানুষের সঙ্গে তার ঘনিষ্ঠতা, সুনাম ও গ্রহণযোগ্যতা তাকে প্রার্থী নির্বাচনে এগিয়ে রেখেছে।
রাজশাহী-২ (মহানগরী) আসনটি জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন হিসেবে পরিচিত। এ আসনে প্রতিষ্ঠিত বড় দলগুলোর গুরুত্বপূর্ণ পদধারী নেতারা অতীতে নির্বাচনে অংশ নিয়েছেন এবং তাদের অনেকেই নির্বাচিত হয়ে সংসদে গেছেন। জামায়াতের পক্ষ থেকে একজন চিকিৎসক এবং সমাজসেবী হিসেবে পরিচিত ব্যক্তিকে মনোনয়ন দেওয়াকে কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।