০৮ জুলাই ২০২৫, মঙ্গলবার, ০৬:০১:০৫ অপরাহ্ন
ভারত-পাকিস্তান যুদ্ধ থামানোর আবারওকৃতিত্ব দাবি ট্রাম্পের
  • আপডেট করা হয়েছে : ০৮-০৭-২০২৫
ভারত-পাকিস্তান যুদ্ধ থামানোর আবারওকৃতিত্ব দাবি ট্রাম্পের

ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য যুদ্ধ থামানোর কৃতিত্ব আবারও দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৭ জুলাই) হোয়াইট হাউজে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে স্বাগত জানানোর সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, তার প্রশাসনের কূটনৈতিক প্রচেষ্টা দুই দেশের মধ্যে যুদ্ধ এড়াতে সহায়ক হয়েছে।


মঙ্গলবার (৮ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।


ট্রাম্প বলেন, ‘আমরা অনেক লড়াই থামিয়েছি, যার মধ্যে সবচেয়ে বড় ছিল ভারত ও পাকিস্তানের মধ্যে। আমরা সেটা বাণিজ্যের মাধ্যমে থামিয়েছি’।


তিনি আরও বলেন, ‘আমরা তাদের স্পষ্টভাবে বলেছিলাম, যদি যুদ্ধ চলতে থাকে, আমরা তাদের সঙ্গে কোনো ধরনের বাণিজ্য করব না। তারা তখন পারমাণবিক যুদ্ধের পর্যায়ে চলে যেতে পারত। সেটি থামানো খুবই গুরুত্বপূর্ণ ছিল।’


ট্রাম্পের এই দাবি এমন সময় এলো যখন নেতানিয়াহু তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেন। নেতানিয়াহু হোয়াইট হাউজে নৈশভোজে ট্রাম্পকে মনোনয়নের চিঠি তুলে দিয়ে বলেন, ‘আপনি এর যোগ্য। আপনার হাতেই একের পর এক অঞ্চলে শান্তি স্থাপিত হচ্ছে।’


ট্রাম্প চিঠি পেয়ে কিছুটা বিস্ময় প্রকাশ করে নেতানিয়াহুকে ধন্যবাদ জানান।


তবে ট্রাম্পের এই দাবির সঙ্গে ভিন্ন অবস্থান পুনর্ব্যক্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আগে চার দিনের ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার সময় ট্রাম্প দাবি করেছিলেন, তিনি যুদ্ধবিরতি করিয়েছেন। 





কিন্তু মোদি ট্রাম্পকে জানিয়েছিলেন, ‘ভারত কখনো যুক্তরাষ্ট্রের কোনো মধ্যস্থতা চায়নি, এমনকি কোনো বাণিজ্য চুক্তি নিয়েও কোনো আলোচনা হয়নি।’


ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান,কানাডায় জি-৭ সম্মেলন শেষে ট্রাম্প তাড়াহুড়ো করে যুক্তরাষ্ট্রে ফিরে গেলে মোদি তাকে ফোন করেন। ৩৫ মিনিটের ওই কথোপকথনে ট্রাম্প জানতে চান, মোদি ফেরার পথে যুক্তরাষ্ট্রে যাত্রাবিরতি দিতে পারবেন কি না। কিন্তু পূর্বনির্ধারিত কর্মসূচির কারণে মোদি তাতে অপারগতা জানান।


বিক্রম মিশ্রি বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি ট্রাম্পকে স্পষ্টভাবে জানিয়ে দেন যে কোনো সময়, কোনো পর্যায়ে ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে কোনো আলোচনা হয়নি এবং ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো মধ্যস্থতার প্রস্তাবও আসেনি। পাকিস্তানের অনুরোধেই দুই দেশের সামরিক বাহিনীর বিদ্যমান যোগাযোগ চ্যানেলের মাধ্যমেই সরাসরি আলোচনা করে যুদ্ধবিরতি হয়। ভারত কখনো কোনো মধ্যস্থতা মেনে নেয়নি এবং নেবে না। এই বিষয়ে ভারতের মধ্যে পূর্ণ রাজনৈতিক ঐক্যমত রয়েছে।’


শেয়ার করুন