শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ভালো শুরুর পর আবারও চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। পারভেজ হোসেনের হাফসেঞ্চুরিতে এগিয়ে গেলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়েছে মেহেদী হাসান মিরাজের দল। একে একে ফিরে গেছেন বাংলাদেশের চার গুরুত্বপূর্ণ ব্যাটার। ২৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১৩৭ রান।
খেলার তৃতীয় ওভারে প্রথম ধাক্কা আসে তানজিদ হাসানকে হারিয়ে। আসিথা ফার্নান্দোর নাকল বল খেলতে গিয়ে কাভার অঞ্চল দিয়ে মারতে চেয়েছিলেন তিনি। তবে বল ব্যাটের নিচের কানায় লেগে সোজা চলে যায় উইকেটকিপার কুশল মেন্ডিসের হাতে।
প্রথম উইকেট পতনের পর পারভেজের সঙ্গে ৫৪ বলে ৬৩ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েছিলেন নাজমুল।
কিন্তু ইনিংসটা বড় করতে পারেননি। ১২তম ওভারে চারিথ আসালাঙ্কার বল পুল করতে গিয়ে মিডউইকেটে ক্যাচ তুলে দেন তিনি।
ওয়ানডে ক্যারিয়ারে নিজের প্রথম হাফসেঞ্চুরি তুলে নিয়ে দলের রানের চাকা সচল রেখেছিলেন পারভেজ। তবে ৩০ বল ধরে বাউন্ডারি না পাওয়ার পর চাপে পড়ে যান তিনিও।
শেষমেশ ২০তম ওভারে ওয়ানিন্দু হাসারাঙ্গার গুগলি বুঝতে না পেরে স্টাম্প ভাঙিয়ে দেন। ৬৯ বলে ৬৭ রানের লড়াকু ইনিংসটি থামে তার বিদায়ে।
পারভেজ আউট হওয়ার পর দ্রুত আরেকটি উইকেট হারায় বাংলাদেশ। অধিনায়ক মিরাজ চামিরার শর্ট বল পুল করতে গিয়ে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে সহজ ক্যাচ দেন। ৭ ওভার পর বাউন্ডারি এনে দিলেও নিজের ইনিংস বড় করতে পারেননি তিনি।
৯ রানে ফিরতে হয় তাকেও।