০৫ জুলাই ২০২৫, শনিবার, ০৩:৩৪:১৮ অপরাহ্ন
গাজায় স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা দাবি
  • আপডেট করা হয়েছে : ০৫-০৭-২০২৫
গাজায় স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা দাবি

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মিত্র সংগঠন ইসলামিক জিহাদ শনিবার জানিয়েছে, গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি নিয়ে আলোচনার প্রস্তাবে তারা সমর্থন জানালেও, প্রক্রিয়াটি স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছাবে—এমন নিশ্চয়তা চায়। খবর আল জাজিরা ও রয়টার্সের।


সংগঠনটি এক বিবৃতিতে জানায়, আমরা হামাসকে মধ্যস্থতাকারীদের প্রস্তাব বাস্তবায়নের একটি পদ্ধতি নিয়ে বিস্তারিত কিছু পয়েন্ট উপস্থাপন করেছি এবং আমরা অতিরিক্ত গ্যারান্টি চাই যেন ইসরায়েল বন্দিদের মুক্তির পর আবার আক্রমণ শুরু না করে।


এদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে হামাস।


 শুক্রবার (৪ জুলাই) হামাস মার্কিন মধ্যস্থতায় গাজার যুদ্ধবিরতি প্রস্তাবে ‘ইতিবাচক জবাব’ দিয়েছে এবং চুক্তি বাস্তবায়নের জন্য আলোচনায় বসতে প্রস্তুত। এই চুক্তিতে জিম্মিদের মুক্তি এবং সংঘাত অবসানের বিষয়ে আলোচনার কথা রয়েছে।


 

হামাসের এক কর্মকর্তা জানিয়েছেন, তারা কাতার ও মিশরকে তাদের জবাব দিয়েছেন এবং এটি চুক্তি অর্জনে সহায়ক হবে বলে মনে করেন। 


শেয়ার করুন