রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে দলীয় সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন বলেছেন, জুলাই অভ্যুত্থানে শহীদদের যথাযথ মর্যাদা দিতে হবে। একইসঙ্গে সরকারকে শহীদ পরিবারের দায়িত্ব নিতে হবে এবং আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
তিনি বলেন, ছাত্র-জনতার দাবির পরিপ্রেক্ষিতে জুলাই মাসের মধ্যেই “জুলাই সনদ” ঘোষণা করতে হবে। শহীদদের আত্মত্যাগ দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ সামনে রেখে আগামী দিনের পথ চলতে হবে।
মঙ্গলবার বিকেলে পুঠিয়া ইসলামিয়া কলেজের হলরুমে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুহাম্মদ নুরুজ্জামান লিটন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মনজুর রহমান এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি অধ্যাপক মনসুরুল হক মন্টু। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন জামায়াতের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।