২৫ মে ২০২৫, রবিবার, ১১:১৭:৪০ অপরাহ্ন
আবার বিয়ে করতে যাচ্ছেন হিরো আলম!
  • আপডেট করা হয়েছে : ২৫-০৫-২০২৫
আবার  বিয়ে করতে যাচ্ছেন হিরো আলম!

আবার বিয়ে করতে যাচ্ছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। পাত্রীর নাম ইতি। দুজনে সম্পর্কে জড়িয়েছেন। সামনে যেকোনো সময় দুজনে বিয়ে করতে পারেন বলে জানা গেছে।


 

রবিবার বিকেলে হিরো আলম কালের কণ্ঠকে বললেন, ‘আমরা প্রেমের সম্পর্কে আছি—এটা সত্য। কিন্তু বিয়ে তো সম্পূর্ণ আল্লাহর হাতে। যদি তেমন পরিণতির দিকে যায় তাহলে বিয়ে করব।’


ইতিও একই কথা বললেন।


সম্প্রতি মডেলিংয়ে নাম লেখানো ইতি হিরো আলমের সঙ্গে বেশ কয়েকটি গানের ভিডিওচিত্রে অংশ নিয়েছেন। হিরো আলমের সঙ্গে কাজ করতে গিয়েই দুজনের সম্পর্ক গড়ে উঠেছে—এমনটাই জানালেন ইতি। 


 

হিরো আলম বললেন, ‘ইতি গাজীপুরের মেয়ে। অনেক ভালো একটা মেয়ে।


আমাকে ফোন করে জানায় যে সে মিউজিক ভিডিওতে কাজ করতে চায়। আমি তাকে আমার সঙ্গে কাজে নিই। এভাবেই এই জগতে ইতির আসা।’

বাবার মৃত্যুর সময় পাশে না থাকার অভিযোগ তুলে তৃতীয় স্ত্রী রিয়া মণির সঙ্গে সংসার না করার ঘোষণা দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তার অভিযোগ, মুমূর্ষু বাবাকে নিয়ে তিনি হাসপাতালে প্রায় এক মাস অবস্থান করলেও স্ত্রী রিয়া মণি তার বাবাকে দেখতে আসেননি, বাবার লাশও দেখতে আসেননি।


এর আগে ২০১০ সালে সাদিয়া বেগম সুমির সঙ্গে বিয়ে হয় হিরো আলমের। সেই সংসারে আলো ও আঁখি নামে দুই মেয়ে ও আবির নামে এক ছেলেসন্তান রয়েছে। 


২০১৯ সালের ৬ মার্চ যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধরের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হন হিরো আলম। পরে ৭ মার্চ দুপুর ১২টার দিকে বগুড়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক আহমেদ শাহরিয়ার তারিক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সুমিকে মারধরের অভিযোগে ৬ মার্চ বগুড়া সদর থানায় মামলা করেন তার (হিরো আলম) শ্বশুর সাইফুল ইসলাম।


ওই বছরের ১৯ এপ্রিল জামিনে মুক্তি পান হিরো আলম। ১০ হাজার টাকা বন্ডের বিপরীতে তার জামিন মঞ্জুর করেন বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার। তবে প্রথম স্ত্রীর সঙ্গে ছাড়াছড়ির হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।


শেয়ার করুন