২২ মে ২০২৫, বৃহস্পতিবার, ০২:১৬:০৪ অপরাহ্ন
ইয়ামালই পরবর্তী মহাতারকা, বিশ্বাস করেন তিনি
  • আপডেট করা হয়েছে : ২২-০৫-২০২৫
ইয়ামালই পরবর্তী মহাতারকা, বিশ্বাস করেন তিনি

বার্সেলোনায় লিওনেল মেসি যুগ শেষ হয়েছে আরও বছর চারেক আগে। এরপর থেকে তার মতো একজনের খোঁজে হাপিত্যেশ করেছে ক্লাবটা। অবশেষে সে একজনের দেখা পেয়ে গেছে দলটা। লামিন ইয়ামাল ঠিক মেসি নন, তবে তার গুণের ছটা মেসিকে মনে করিয়ে দেয় ক্ষণে ক্ষণে।


বার্সায় মেসিরও আগে এক জাদুকর ছিলেন। তিনি রোনালদিনিও। সেই রোনালদিনিও ক্লাব ছাড়ার আগে বলেছিলেন, মেসিই হবেন পরবর্তী মহাতারকা। এবার সেই ব্রাজিলিয়ান কিংবদন্তির মনে হচ্ছে, তার আর মেসির পর ইয়ামাল হবেন পরের সুপারস্টার।


সম্প্রতি মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদিনিও বলেন, ‘মেসি ও আমি আগেই ইতিহাস তৈরি করেছি। এখন সময় লামিন ইয়ামালের।’


রোনালদিনিওর বিশ্বাস, টিনএজার স্প্যানিশ উইঙ্গার ইয়ামাল হতে যাচ্ছেন বার্সার পরবর্তী মহাতারকা। ইয়ামালের বয়স এখনো ১৮ হয়নি। এরই মধ্যে রোনালদিনিও তার হাতে ব্যালন ডি’অর দেখতে পাচ্ছেন। 


তিনি বলেন, ‘মেসি ও আমি আগেই বার্সার হয়ে ইতিহাস গড়েছি। এবার ইয়ামালের পালা। এত কম বয়সে ও অমিত প্রতিভার অধিকারী, অসাধারণ একজন খেলোয়াড় হয়ে উঠেছে। ওর মতো ফুটবলারের খেলা দেখতে ভীষণ ভালোবাসি আমি। ও ফুটবলের জন্য আশীর্বাদ। আশা করি, আমাদের মতো ক্যারিয়ার হবে ইয়ামালের।’


লামিন ইয়ামালের খেলার ধরনের কারণে তার সঙ্গে মেসির তুলনা হচ্ছে হরহামেশাই। তবে সেসব তুলনা লামিন উড়িয়ে দিয়েছেন। এবার রোনালদিনিও দিলেন আবার। তিনি বলেন, ‘আমি তুলনায় বিশ্বাসী নই। প্রত্যেক ফুটবলারের খেলার নিজস্ব স্টাইল থাকে। গুরুত্বপূর্ণ হলো, লামিন ইয়ামালের খেলা মানুষকে আনন্দ দেয়। যেমন, আমার সময়ে আমি দর্শকদের আনন্দ দিতাম। পরে মেসিও একই কাজ করেছে। আশা করি, ইয়ামাল প্রতিভার যে বিচ্ছুরণ ঘটিয়েছে, তা অব্যাহত থাকবে।’


রোনালদিনিওর উচ্ছ্বাস যেন থামার নয়। স্প্যানিশ বিস্ময় বালককে নিয়ে তার আকাশচুম্বী আশা, ‘ইয়ামাল ব্যালন ডি’অর জয়ের পথে এগোচ্ছে। বিশ্বে আরও গ্রেট ফুটবলার রয়েছে। সে ওদের মধ্যে অন্যতম। ওর বিষয়টা হলো এই যে, ইয়ামালের বয়স অনেক কম। তবে ও ইতিহাস তৈরি করবে একবার নয়, একাধিকবার ব্যালন ডি অ’র জিতে।’


শেয়ার করুন