বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও ফলাফল এবার চাকরিপ্রার্থীরা নিজের ইউনিক আইডিতে দেখতে পারবেন। সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে বিধিমালা সংশোধনের কাজ চলছে। পিএসসি আশা করছে, ৪৭তম বিসিএস থেকেই এই সুবিধা চালু করা সম্ভব হবে।
পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম গত রোববার বলেন, ‘নিয়োগপ্রক্রিয়াকে আরও স্বচ্ছ, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক করতে প্রার্থীরা নিজের ইউনিক আইডিতে প্রাপ্ত নম্বর ও ফলাফল দেখতে পাবেন।’ তিনি আরও জানান, ইউনিক আইডি দিয়েই ক্যাডার ও নন-ক্যাডার উভয় পদে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। এতে বারবার আবেদন করার ঝামেলা কমবে।
পিএসসি সূত্র জানায়, প্রতিটি আবেদনকারীর জন্য একটি স্বতন্ত্র ইউনিক আইডি তৈরি করা হবে। বিসিএসে প্রার্থী বাছাই হয় তিন ধাপে—প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক। বর্তমানে চূড়ান্ত ফল প্রকাশের পর লিখিত পরীক্ষার নম্বর জানতে আলাদাভাবে আবেদন করতে হয়। ইউনিক আইডি চালু হলে তিন পর্যায়ের (প্রিলিমিনারি, লিখিত, মৌখিক) প্রতিটির প্রাপ্ত নম্বরই দেখা যাবে। তবে বিষয়টি এখনও চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।
পিএসসি চেয়ারম্যান আরও বলেন, ‘একবার প্রিলিমিনারি উত্তীর্ণ প্রার্থীকে ভবিষ্যতে দুই থেকে তিনবার লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার পরিকল্পনাও রয়েছে।’
এদিকে চিকিৎসক ও প্রভাষক নিয়োগে বিশেষ বিসিএসের প্রস্তুতি নিচ্ছে কমিশন। পিএসসি জানিয়েছে, ৪৮তম বিসিএস হবে বিশেষ বিসিএস। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুরোধে শিক্ষা ক্যাডারে প্রভাষক পদে ৬৮৩ জন এবং স্বাস্থ্য ক্যাডারে চিকিৎসক পদে ৩ হাজার ৩০ জন নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে এই নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি দেওয়া হবে, না কি পৃথকভাবে চিকিৎসক ও প্রভাষকের জন্য আলাদা বিজ্ঞপ্তি প্রকাশিত হবে—তা এখনও চূড়ান্ত হয়নি। বিধিমালা সংশোধনের প্রজ্ঞাপন জারি হলেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছে পিএসসি।
এছাড়া ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল আগামী জুন মাসে প্রকাশ হতে পারে বলেও জানা গেছে।
সর্বশেষ ২০০৬ সালে ২৬তম বিসিএসের (বিশেষ) মাধ্যমে ১ হাজার ৪৭ জন প্রভাষক নিয়োগ দেওয়া হয়। পরে সাধারণ বিসিএসের সঙ্গে শিক্ষা ক্যাডারে নিয়োগ দেওয়া হলেও শিক্ষার জন্য আলাদা বিসিএস নেওয়া হয়নি। বিশেষ ৩৯তম ও ৪২তম বিসিএসের মাধ্যমে প্রায় ৯ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়।
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল আগামী মাসের (জুন) মধ্যে প্রকাশ করার প্রস্তুতি চলছে। চলতি মে মাসেই এই বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ হবে। পিএসসির চেয়ারম্যানও আগামী ৩০ জুনের মধ্যে ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করার আশাবাদ জানিয়েছেন।
৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ এবং শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।
অধ্যাপক মোবাশ্বের মোনেম বলেন, দ্রুততম সময়ে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নিতে আবার কাজ শুরু করেছে কমিশন।