১৯ মে ২০২৫, সোমবার, ০৫:৫১:১৫ অপরাহ্ন
হেরেই চলছে মিয়ামি, কার্ড দেখলেন মেসি-সুয়ারেজ
  • আপডেট করা হয়েছে : ১৯-০৫-২০২৫
হেরেই চলছে মিয়ামি, কার্ড দেখলেন মেসি-সুয়ারেজ

দুবার সুযোগ পেয়েছিলেন লিওনেল মেসি। হেলায় হারিয়েছেন। ইন্টার মিয়ামিও মিস করেছে একগাদা সুযোগ। মেসিদের হার অবশ্য অল্প ব্যবধানেই হয়েছে। এর পেছনে অবদান মিয়ামির গোলরক্ষক অস্কার উস্তারির। নাহলে ফ্লোরিডা ডার্বিতে গোলবন্যা বইয়ে দিত অরল্যান্ড সিটি। জয়টা তবুও কোনো অংশে ছোট নয়— ৩ বনাম শূন্য!


চেস স্টেডিয়ামে মেজর লিগ সকারের ম্যাচটিতে পুরোদস্তর নাকানিচুবানি খেয়েছে হাভিয়ের মাশ্চেরানোর দল। বল দখলে এগিয়ে থাকলেও গোলে শট কিংবা আক্রমণে হয়েছে পর্যদুস্ত। হারটাও এসেছে বড়। এমন বাজে দিনে চারটি হলুদ কার্ড দেখেছে মিয়ামি। মেজাজ হারিয়ে কার্ড দেখেছেন অধিনায়ক মেসি ও লুইস সুয়ারেজ।



পুরো ম্যাচে নিজের ছায়া খুঁজে ফিরেছেন মেসি— সংগৃহীত ছবি

লিগে উড়ন্ত শুরু করা মেসিদের এখন পতনের ধ্বনি। ইস্টার্ন কনফারেন্সেও নেমেছে ৬ নম্বরে। কনকাকাফ থেকে ছিটকে পড়ার পর এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে জয় পেয়েছে মোটে একটি। হার পাঁচটিতেই। এরমাঝে গতকাল কোনো গোলই করতে পারেনি মেসি। এমন হারকে হতাশার বলছেন মেসি, শিষ্যদের আরও মনোযোগী হওয়ার তাড়না দিচ্ছে মিয়ামি কোচ মাশ্চেরানো।



বিবর্ণ দিনে মেসি শুরু থেকেই মাঠে ছিলেন। ডার্বিতে ১০ মিনিটের মাথায় এগিয়ে যাওয়ার সুযোগও পেয়েছিলেন। কিন্তু ফাঁকায় পেয়েও বল সোজা মারেন প্রতিপক্ষ গোলকিপারের হাতে। ২১ মিনিটে আবারও মেসির দুর্বল শট। এবারও ব্যর্থ। ২৩ মিনিটে গোল খাওয়ার খুব কাছ থেকে বেঁচে যায় মিয়ামি। উস্তারির দারুণ দক্ষতায় থামে অরল্যান্ডের আক্রমণ। প্রথমার্ধ্বের শেষদিকে স্কোরশিটে নাম উঠায় অরল্যান্ডো। গ্যালাসের বাড়ানো বল দারুণ দক্ষতায় জালে জড়িয়ে দেন সিটির নাম্বার নাইন লুইস মুরিয়েল। 


বিরতির পর মেসিদের দুর্দশা আরও বাড়ে। আক্রমণের পসরা সাজিয়ে বসে ওরল্যান্ড। ম্যাচের ৫৩ মিনিটে পাল্টা আক্রমণে উস্তারিকে পরাস্ত করেন মার্কো প্যালেসিক। ডানপায়ের জোরালো শট চেয়ে থেকে দেখা ছাড়া কিছু করার ছিল না মিয়ামির গোলরক্ষকের। ২-০ তে পিছিয়ে পড়ে আক্রমণের ধার বাড়ায় মিয়ামি। কিন্তু অন্তসারশূন্য। ডিবক্সে ঢুকেই খেই হারিয়ে ফেলেন মিয়ামির খেলোয়াড়েরা। ৭৩ মিনিটে সুয়ারেজ দেখেন হলুদ কার্ড। দুই মিনিট পর মেসিকেও দেখতে হয় কার্ড। এরআগে মিয়ামির নোয়াহ অ্যালেন ও ম্যাক্সিমিলিয়ানো ফ্যালকনকে কার্ড দেখান রেফারি। বিষয়টি নিয়ে ম্যাচ শেষে ক্ষোভ উগরান মেসি।



শেয়ার করুন