০৪ মে ২০২৫, রবিবার, ০১:১৯:৫৮ অপরাহ্ন
১৭ বছরের কিশোরের তাণ্ডবের পরও চেন্নাইয়ের ২ রানের নাটকীয় হার
  • আপডেট করা হয়েছে : ০৪-০৫-২০২৫
১৭ বছরের কিশোরের তাণ্ডবের পরও চেন্নাইয়ের ২ রানের নাটকীয় হার

চেন্নাই সুপার কিংস যেন জিততেই ভুলে গেছে। কিছুতেই হারের বৃত্ত ভাঙতে পারছে না। নয়তো এমন একটা ম্যাচও হেরে যাবে দলটি আর সেটাও হজম করতে হবে চেন্নাই ভক্তদের; কবে হয়েছে এমনটি? চেন্নাই সবশেষ জয় পেয়েছিল ৪ ম্যাচ আগে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে জয়ের ঘ্রাণ পাওয়া শুরু করলেও শেষ পর্যন্ত ২ রানের আক্ষেপে পুড়তে হয়েছে ধোনির দলকে। যেখানে ব্যাট হাতে চেন্নাইয়ের হয়ে তাণ্ডব চালিয়েও নায়ক হতে পারেননি ১৭ বছরের কিশোর আয়ুশ মাহাত্রে।


ব্যাট হাতে অবশ্য তাণ্ডবের শুরুটা করেন ব্যাঙ্গালুরুর রোমারিও শেফার্ড। ১ ওভারে ৩৩ রান নেওয়া এই ক্যারিবীয় রেকর্ড গড়ে ফিফটি করেন ১৪ বলে। এর আগে দারুণ শুরু এনে দেন জ্যাকব বেটহেল (৫৩) ও বিরাট কোহলিও (৬২)। যার সুবাদে বেঙ্গালুরুকে এনে দেয় ২১৩ রানের সংগ্রহ।


লক্ষ্য তাড়া করতে নেমে চেন্নাইকে দারুণ শুরু এনে দেন আয়ুশ। ব্যাট হাতে তাণ্ডব চালান। সাজঘরে ফেরার আগে ৪৮ বলে ৯৪ রান আসে তার ব্যাট থেকে। পরে সেই ভিতে দাঁড়িয়ে চেন্নাইয়ে জয়ের পথ দেখান রবীন্দ্র জাদেজা। এই ব্যাটার শেষ পর্যন্ত উইকেটে ছিলেন। তবে শেষ পর্যন্ত বিশাল এই লক্ষ্য তাড়া করে দলকে ম্যাচ জিতিয়ে নায়ক হতে পারেননি। তার দল হেরেছে ২ রানে। যেখানে জাদেজা অপরাজিত ছিলেন ৪৫ বলে ৭৭ রান করে।


এমন হারের পর শেষ দিকে দলকে জিতিয়ে মাঠ না ছাড়তে পারায় দায়টা নিজ কাঁধেই নিয়েছেন ধোনি। বলেন, ‘আমি যখন ব্যাট করতে ক্রিজে নামার সময় যত বলে যত রান দরকার ছিল, আমার অন্তত আরও গোটা দুয়েক ডেলিভারি কাজে লাগানো উচিত ছিল। সেটা পারলে চাপ আলগা হয়ে যেত। এখানে দোষ তাই আমিই নেব।’


টুর্নামেন্ট থেকে আগেই ছিটকে যাওয়া চেন্নাই ১১ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সবার নিচে। অন্যদিকে রুদ্ধশ্বাস জয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিল টপার ব্যাঙ্গালুরু।


শেয়ার করুন