০৫ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ০৬:৩৩:৪৮ অপরাহ্ন
হত্যা ও ধর্ষণের হুমকির ঘটনায় ফুটবলার সুমাইয়ার জিডি
  • আপডেট করা হয়েছে : ০৫-০২-২০২৫
হত্যা ও ধর্ষণের হুমকির ঘটনায় ফুটবলার সুমাইয়ার জিডি

ধর্ষণ ও হত্যার হুমকি পেয়েছেন দাবি করে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জাতীয় নারী ফুটবল দলের সদস্য মাতসুশিমা সুমাইয়া।


বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানী মতিঝিল থানায় জিডি করেন তিনি।


এ সময় সুমাইয়ার সঙ্গে ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মিডিয়া ম্যানেজার খালিদ মাহমুদ নওমী।


প্রসঙ্গত, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ দেওয়া এক পোস্টে সুমাইয়া হুমকির কথা জানিয়ে লিখেছিলেন, ‘কেউই একজন ক্রীড়াবিদের মানসিক স্বাস্থ্যের কথা সত্যিই চিন্তা করে না। গত কয়েকদিন ধরে আমি খুন এবং ধর্ষণের অসংখ্য হুমকি পেয়েছি! এমন সব কথা শুনতে হচ্ছে যা কখনো কল্পনাও করিনি! এসব আমাকে ভেঙে দিয়েছে।’


প্রসঙ্গত, ২০০১ সালে জাপানে জন্ম নেওয়া সুমাইয়ার বাবা বাংলাদেশি এবং মা জাপানিজ। দুই বছর বয়সেই জাপান থেকে পরিবারের সঙ্গে বাংলাদেশে আসেন তিনি। শৈশব থেকেই ফুটবলকে ধ্যান-জ্ঞান করা সুমাইয়া ২০২৩ সাল থেকে জাতীয় দলের নিয়মিত মুখ।


শেয়ার করুন